১৫ হাজার কুমির লাপাত্তা

ভারি বৃষ্টি ও প্রবল বন্যায় দক্ষিণ আফ্রিকার একটি খামার থেকে প্রায় ১৫ হাজার কুমির বের হয়ে গেছে। স্থানীয় দৈনিক বিল্ড গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানায়।
দেশটির উত্তরে রাকওয়েনা নামের ওই কুমির খামারটি অবস্থিত। প্রচণ্ড জলোচ্ছ্বাসের হাত থেকে খামারের কুমির রক্ষা করতে মালিক দরজা খুলে দেন। এতে কুমিরগুলো ছড়িয়ে-ছিটিয়ে যায়। কিছু কুমির পরে উদ্ধার করা হয়। তবে অনেক কুমির নিখোঁজ রয়েছে। একটি কুমির উদ্ধার করা হয়েছে খামার থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে একটি স্কুলের রাগবি মাঠ থেকে।
পাশের লিয়ামপো প্রদেশে বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে। সেখানে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গৃহহীন হয়ে পড়ছে অনেক মানুষ। এ বন্যার কারণে পাশের দেশ মোজাম্বিকে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় ১০ হাজার মানুষকে বাড়ি থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। সূত্র : এএফপি।

No comments

Powered by Blogger.