ওবামা ও মার্কিন জনগণের পক্ষে হিলারির শুভেচ্ছা একুশে ফেব্রুয়ারি

একুশে ফেব্রম্নয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি কিনটন শুভেচ্ছা বাণী দিয়েছেন। তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উৎপত্তিস্থল বাংলাদেশসহ বিশ্বের সর্বত্র একুশে ফেব্রম্নয়ারিতে যাঁরা এই দিবসটি উদ্্যাপন করছেন তাঁদের সবাইকে আমি প্রেসিডেন্ট ওবামা এবং আমেরিকার জনগণের প থেকে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি।
যে সব বাংলাদেশী তাঁদের নিজের ভাষায় কথা বলা ও লেখার অধিকার নিয়ে সোচ্চার হয়েছিলেন তাঁদের প্রতি সম্মান জানানোর জন্য এই দিবস। যুক্তরাষ্ট্রে অনেক বাংলাদেশী আমেরিকান তাদের ভাষা ও সংস্কৃতির উদ্দীপ্ত এই ঐতিহ্যকে উদ্্যাপন করতে পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধবদের সঙ্গে মিলিত হবেন। এটি এমন এক সময় যখন আমরা ভাষার শক্তিকে স্মরণ করি। এটি আমাদের মনে করিয়ে দেয় আমরা কোথা হতে এসেছি। স্মরণ করিয়ে দেয় অন্যের সঙ্গে আমাদের ভাববিনিময়ের কথা এবং আরও মনে করিয়ে দেয় বোঝাতে, শেখাতে এবং আমাদের সংস্কৃতিসমূহকে সংরণের কথা। আসুন, আমরা এই সুযোগে বিশ্বের সর্বত্র ভাষা এবং সংস্কৃতির ব্যাপক বৈচিত্র্যের প্রতি আমাদের সম্মানের কথা এবং পারস্পরিক সমঝোতা ও সহযোগিতা উন্নয়নে একত্রে কাজ করার কথা দৃঢ়তার সঙ্গে পুনর্ব্যক্ত করি।

No comments

Powered by Blogger.