সিলেট সরকারী কলেজে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ ভাংচুর আগুন

সিলেট সরকারী কলেজে ছাত্রলীগ-শিবির সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত ৩ শিবির ক্যাডারকে স্থানীয় কিনিকে ভর্তি করা হয়েছে। তারা হচ্ছে ইয়াছিন, নজরম্নল ও মামুন।
বৃহস্পতিবার দুপুরে কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। সংঘর্ষকালে কলেজ হোস্টেলে ব্যাপক ভাংচুর ও অগি্নসংযোগ করা হয়। সংঘর্ষে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। বৃহস্পতিবার ছিল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। অনুষ্ঠান শুরম্নর পর শিবিরের নেতাকমর্ীরা সংঘবদ্ধ হয়ে ক্যাম্পাসে ঢুকতে চাইলে ছাত্রলীগ বাধা দেয়। এ সময় উভয় প েধাওয়া পাল্টাধাওয়া ও ইটপাটকেল ছোড়াছুড়ি হয়। এক পর্যায়ে শিবির ক্যাম্পাস ত্যাগ করে চলে যায়। পরে ছাত্রলীগ সংঘবদ্ধ হয়ে শিবিরের আসত্মানা বলে পরিচিত সিলেট সরকারী কলেজের হোস্টেলে হানা দেয়। হোস্টেলে অবস্থানরত শিবিরকমর্ীরা পালিয়ে গেলে ছাত্রলীগ আসবাবপত্র জড়ো করে হোস্টেল ক েও বাইরে আগুন লাগিয়ে দেয়। এতে হোস্টেলের কয়েকটি ক পুড়ে যায়। এ সময় একটি মোটরসাইকেলও ভস্মীভূত হয়। খবর পেয়ে ফায়ার ব্রিগেড কমর্ীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি আহসান হাবিব পলাশ, এসি আখতার হোসেন ও কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলীসহ বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অগি্নসংযোগের ফলে কলেজ হোস্টেলের প্রায় ১০ লাখ টাকার তি হয়েছে বলে ফায়ার ব্রিগেড সূত্রে জানা গেছে। ঘটনার পর থেকে কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে। এ ব্যাপারে কলেজের অধ্য ও হোস্টেল সুপারের সঙ্গে যোগাযোগ করা হলে কাউকে পাওয়া যায়নি।

No comments

Powered by Blogger.