রাজতন্ত্রকে অবমাননা-থাইল্যান্ডে এক সম্পাদকের ১১ বছরের দণ্ড

রাজতন্ত্রকে অবমাননা করে দুটি নিবন্ধ প্রকাশের দায়ে থাইল্যান্ডের এক আদালত স্থানীয় একটি সাময়িকীর সম্পাদককে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন। গতকাল বুধবার আদালত এ রায় দেন। সোমোয়োত প্রুয়েকসাকাসেমসাক নামের ওই ব্যক্তি থাইল্যান্ডের লালশার্ট আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।
সোমোয়েতকে ২০১১ সালের এপ্রিলে আটক করা হয়। সোমোয়োত ২০১০ সালে তৎকালীন অভিজিৎ ভেজ্জাজিভার সরকারবিরোধী লালশার্ট আন্দোলনে সক্রিয় ছিলেন। ওই বছরই নিজের সম্পাদিত সাময়িকীতে রাজতন্ত্রের ছদ্মনামে দুটি নিবন্ধ প্রকাশ করেন। নিবন্ধগুলোতে রাজাকে অসম্মান করার অভিযোগ উঠে। প্রতিটি নিবন্ধের জন্য ব্যাংককের একটি ফৌজদারি আদালত পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন। তিন বছর আগের একটি স্থগিত মানহানির মামলায় আরো এক বছর কারাদণ্ড দেওয়া হয়। সোমোয়োতের আইনজীবী জানান, তাঁরা রায়ের বিরুদ্ধে আপিল করবেন। সূত্র : এএফপি।

No comments

Powered by Blogger.