স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দায়িত্বহীন ও বেপরোয়াঃ বাম মোর্চা

গণতান্ত্রিক বাম মোর্চার নেতৃবৃন্দ বলেছেন, নির্যাতক পুলিশ কর্মকর্তাকে পদক দেয়া প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য চূড়ান্ত দায়িত্বহীন ও বেপরোয়া।
গতকাল গণতান্ত্রিক বাম মোর্চার কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের এক সভায় নেতৃবৃন্দ এ কথা বলেন। তোপখানা রোডের মোর্চার অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বাম মোর্চার নেতৃবৃন্দ আরো বলেন, এর মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি পুলিশ কর্মকর্তাদের উসকানি দিচ্ছেন বিরোধী রাজনৈতিক নেতাদের নির্যাতন করার জন্য। শপথ নিয়ে এইভাবে হিংসা ও বিরাগের বশবর্তী হয়ে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করার তৎপরতা স্পষ্টভাবে শপথের লঙ্ঘন। মন্ত্রী থাকার কোনো নৈতিক অধিকার আর তার নেই।

নেতৃবৃন্দ বলেন, সরকার যত বেশি গণবিরোধী নীতি বাস্তবায়নে অগ্রসর হচ্ছে ততই আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে মতায় টিকে থাকার পথ পরিষ্কার করতে চাইছে। আর স্বরাষ্ট্রমন্ত্রী সে অনুযায়ী নিজেকে যোগ্য প্রমাণের জন্য উঠে পড়ে লেগেছেন।

বাম মোর্চার সমন্বয়ক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, ওয়ার্কার্স পার্টি (পুনর্গঠিত) সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সাত্তার, বাসদ (মাহবুব) নেতা মহিনউদ্দিন চৌধুরী লিটন, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, ওয়ার্কার্স পার্টি (পুনর্গঠিত) কেন্দ্রীয় নেতা আজিজুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা শামীম ইমাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় নেতা শহীদুল ইসলাম সবুজ প্রমুখ।

No comments

Powered by Blogger.