চীন ও ভারতের অর্থনীতির তুলনা অবান্তর: চিদাম্বরম

চীন ও ভারতের অর্থনীতিকে পরস্পরের সঙ্গে তুলনা করা অবান্তর বলে মন্তব্য করেছেন ভারতের অর্থমন্ত্রী পি চিদাম্বরম। তাঁর মতে, দুই দেশের অর্থনীতিতে সমস্যা দুই ধরনের।
চিদাম্বরম বলেন, ‘চীন হলো রাজস্ব উদ্বৃত্তের দেশ। তাদের চলতি হিসাবে উদ্বৃত্ত আছে। তাদের আছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ।’
হংকং সফরকালে ভারতীয় অর্থমন্ত্রী বার্তা সংস্থা পিটিআইয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন।
ভারতীয় অর্থমন্ত্রী বলেন, ‘চীন এখন বিশ্বের সর্বত্র তেল, কয়লা ও ধাতব খাতে বিনিয়োগ করতে সক্ষম। কাজেই তাদের সমস্যা অন্য রকম। অন্যদিকে আমরা (ভারত) চলতি হিসাবের ঘাটতি মোকাবিলা করছি। এই ঘাটতি মেটাতে হচ্ছে বৈদেশিক মুদ্রা এনে। তাই আমরা বিদেশি বিনিয়োগের ও বাইরের ঋণের ওপর নির্ভরশীল।’
চিদাম্বরম বলেন, ‘আমি মনে করি না যে ভারত ও চীনের পরিস্থিতির তুলনা হওয়া উচিত। এই ধরনের তুলনা খুব প্রাসঙ্গিক হয় নয়; বরং নিজেদের সমস্যা সমাধানে আমাদের বেশি মনোযোগী হওয়া উচিত।’
চীনে বিদেশি বিনিয়োগের প্রবাহ কমে যাওয়ার প্রতি দৃষ্টি আকর্ষণ করলে ভারতীয় অর্থমন্ত্রী বলেন, ‘চীন এখন আর প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ওপর নির্ভরশীল নয়। দেশটি এখন পুঁজি রপ্তানিকারক দেশ। তাদের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার মজুত আছে।’
উল্লেখ্য, বর্তমানে চীনের বৈদেশিক মুদ্রার মজুদ তিন লাখ ৩১ হাজার কোটি ডলার। আর বৈদেশিক বিনিয়োগ প্রবাহ হ্রাস পেলেও গত বছর তা ১০ হাজার কোটি ডলারের ওপরে ছিল।

No comments

Powered by Blogger.