শিল্পকলার একুশে উদযাপন শুরু আজ, ধ্রুপদী জ্যাজ নৃত্য- সংস্কৃতি সংবাদ

 শিল্পকলা একাডেমীর উদ্যোগে তিন দিনব্যাপী একুশের অনুষ্ঠানমালা আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে। প্রথম দিন একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার কৰে আয়োজন করা হবে 'সর্বসত্মরে বাংলা ভাষা চালু' শীর্ষক সেমিনার।
আয়োজক প্রতিষ্ঠানের মহাপরিচালক কামাল লোহানীর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ। সন্ধ্যায় একাডেমীর মুক্ত মঞ্চে সঙ্গীত আবৃত্তি ও নৃত্য পরিবেশন করবে বিভিন্ন সংগঠনের শিল্পীরা। একই অনুষ্ঠানে ভাষাসৈনিক ড. সাঈদ হায়দার ও ড. হালিমা খাতুনকে সম্মাননা প্রদান করবে একাডেমী। অনুষ্ঠানমালার অন্যান্য দিনেও থাকবে আলোচনা, সেমিনার, আবৃত্তি, গান, নাচসহ নানা আয়োজন।

রেবেকা সুলতানার 'মরমী সাম্রাজ্য'র প্রদর্শনী আজ থেকে শুরম্ন
শিল্পী রেবেকা সুলতানার একক চিত্রকলা প্রদর্শনী আজ শুক্রবার থেকে বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসে শুরম্ন হচ্ছে। 'মরমী সাম্রাজ্য' শীর্ষক এ প্রদর্শনীতে শিল্পীর ৫৮টি শিল্পকর্ম স্থান পাবে। বৃহস্পতিবার গ্যালারিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে শিল্পী রেবেকা সুলতানা, গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রফেসর এমিরিটাস ড. আনিসুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ভারতের প্রখ্যাত শিল্প সমালোচক মনসিজ মজুমদার ও আমেরিকান সেন্টারের পরিচালক লরেন লাভলেস। সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাপচিত্র বিভাগের শিৰক রেবেকার এটি এগারোতম একক প্রদর্শনী। এছাড়াও দলবদ্ধ হয়ে অনেক প্রদর্শনীতে অংশ নিয়েছেন শিল্পী। বারো দিনব্যাপী প্রদর্শনী চলবে ২ মার্চ পর্যনত্ম।

শিল্পাঙ্গনে শুরু হলো শিল্পী রাশিদ আমিনের চিত্রপ্রদর্শনী
ধানম-ির শিল্পাঙ্গন গ্যালারিতে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শিল্পী রাশিদ আমিনের একক শিল্পকর্ম প্রদর্শনী। বিকেলে এর উদ্বোধন করেন অধ্যাপক মুসত্মাফা নূরম্নল ইসলাম। অধ্যাপক আবুল বারক আলভীর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন লেখক সমালোচক সৈয়দ মনজুরম্নল ইসলাম। এ্যাক্রেলিক, ওয়াটার কালারসহ বিভিন্ন মাধ্যমে অাঁকা ছবি এদিন বেশ উপভোগ করেন দর্শক।

ক্যাসিকাল জ্যাজ নৃত্য পরিবেশন করল দেশীয় শিল্পীরা
তিন দিনের প্রশিৰণ শেষে বৃহস্পতিবার ক্যাসিকাল জ্যাজ নৃত্য পরিবেশন করল দেশীয় শিৰাথর্ীরা। শিল্পকলা একাডেমীতে সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী। অন্যান্যের মধ্যে আয়োজক সংগঠন ওয়ার্ল্ড ড্যান্স এলায়েন্স বাংলাদেশের ক্রিয়েশন ও প্রেজেন্টেশন বিভাগের প্রধান শর্মিলা বন্দ্যোপাধ্যায়, ভারতের দুই প্রশিৰক রনি সম্ভীক ও মিতুল সেনগুপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি প্রশিৰণ কোর্সের বিজয়ীদের হাতে সার্টিফিকেট তুলে দেন। এরপর প্রশিৰণ নেয়া শিৰাথর্ীরা ধ্রম্নপদী জ্যাজ নৃত্য পরিবেশন করে সকলকে মুগ্ধ করে।

No comments

Powered by Blogger.