১০ দিন বিরতির পর সংসদের বৈঠক আজ বসছে

 টানা ১০ দিন বিরতির পর জাতীয় সংসদের মুলতবি অধিবেশন আজ সোমবার আবার বসছে। স্পীকার এ্যাডভোকেট আবদুল হামিদের সভাপতিত্বে বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে।
বিরোধীদলীয় সদস্যরা যোগ দিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিরাপত্তার ইসু্যতে অধিবেশন উত্তপ্ত করে তুলবে বলে জানা গেছে।
জাতীয় সংসদের চলতি চতুর্থ অধিবেশন গত ৪ জানুয়ারি শুরম্ন হয়। টানা ৬৪ কার্যদিবস বর্জনের পর গত ১১ ফেব্রুয়ারি প্রধান বিরোধী দল বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের সদস্যরা অধিবেশনে যোগ দেন। তবে গত ১৮ ফেব্রুয়ারি অধিবেশন মুলতবি হওয়ার দিনে তাঁরা অনুপস্থিত ছিলেন। পাঁচ কার্যদিবস অধিবেশনে থেকে বিভিন্ন ইসু্যতে মোট ৬ দফা ওয়াকআউট করেন বিরোধী দলের সদস্যরা। আজ সোমবার অধিবেশনে যোগ দিয়ে তাঁরা বিরোধীদলীয় নেতার নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বেশ কয়েকটি বিষয়ে আলোচনা উত্থাপন করবেন বলে জানা গেছে।

No comments

Powered by Blogger.