দুর্নীতির তদন্ত কর্মকর্তার মৃত্যু-বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন

পাকিস্তানের প্রধানমন্ত্রীর দুর্নীতির অভিযোগ তদন্তকারী কর্মকর্তা কামরান ফয়সালের মৃত্যুর ঘটনা তদন্তে একটি বিচার বিভাগীয় কমিশন গঠন করা হয়েছে। কমিশনের নেতৃত্ব দেবেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারক বিচারপতি জাভেদ ইকবাল।
দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেবে এ কমিশন। গত রবিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক এ কথা জানান। দুর্নীতির অভিযোগে গত সপ্তাহে দেশটির প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফকে গ্রেপ্তারের নির্দেশ দেন সুপ্রিম কোর্ট। এ আদেশের পর আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়। মালিক বলেছেন, কমিশন জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ, এনএবি কিংবা অন্য বিভাগ থেকে যে কাউকে তলব করতে পারবে।
রাজধানী ইসলামাবাদের একটি হোস্টেল থেকে গত শুক্রবার ফয়সালের মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি আত্মহত্যা করেছেন বলে কর্মকর্তারা আশঙ্কা করছেন। তবে পরিবারের সদস্যরা তাঁর শরীরে আঘাতের ব্যাপারে সন্দেহ প্রকাশ করেন। সূত্র : এএফপি।

No comments

Powered by Blogger.