রাঙ্গামাটিতে বিডিআর বিদ্রোহের বিচার ২ মে পর্যন্ত মুলতবি- ১১ জনের সাক্ষ্য গ্রহণ

 রাঙ্গামাটিতে স্থাপিত বিশেষ আদালত ৪ ২ নং মামলার ১১ জনের সাক্ষ্য শেষে আগামী ২ মে পর্যন্ত মুলতবি করা হয়েছে। বিডিআর বিদ্রোহের বিচারের জন্য গঠিত এ আদালতে বৃহস্পতিবার ২নং মামলার ৬ সাক্ষীর সা্যগ্রহণ ও আসামিদের পক্ষ থেকে জেরা শেষে আদালত ২ মে পর্যন্ত মুলতবি করা হয়।
২ নং মামলার পরবর্তী তারিখ ৩ মে নির্ধারণ করা হয়েছে। তিনদিনে এ মামলায় মোট ১১ সাীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। ওই দিন সকাল সাড়ে ৮ টায় বিচার শুরম্ন হয়ে ১২টা পর্যনত্ম চলে। এ সময় আদালতে ৬ সাীর সা্যগ্রহণ করা হয়। এর আগে ২দিনে ৫জনের সা্য রেকর্ড করা হয়েছে। আদালতে সাীদের বক্তব্যের জবাবে অভিযুক্ত ৭৫ জোয়ান একে একে সাীদের জেরা করেন। আদালত ধৈর্য সহকারে সা্য ও জেরা রেকর্ড করেন। বৃহস্পতিবার সা্য প্রদান করেন নায়েক সুবেদার আবু জাফর, নায়েক সফিউর রহমান, ল্যান্সনায়েক মাহবুবুর রহমান, সিগনাল ম্যান ইমাম হোসেন, নায়েক সুবেদার ও নিউ লঙ্কর ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মোসত্মফা কামাল এবং সিগনাল ম্যান হারম্ননুর রশিদ। এর আগে ওই ব্যাটালিয়নের সাবেক অধিনায়ক লেঃকর্নেল মোঃ হাফিজুর রহমান ও মামলার বাদী নায়েক সুবেদার রেজাউর রহমান সা্য দেন।

No comments

Powered by Blogger.