তত্ত্বাবধায়কের দাবিতে খালেদার ১৩ পথসভা by মান্নান মারুফ

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে ২৬ ডিসেম্বর রাজধানীতে ১৩ পথসভা করবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
দেশব্যাপী গণসংযোগের অংশ হিসেবে এসব পথসভা করবেন তিনি। দলের যুগ্ম-মহাসচিব ও দফতরের দায়িত্বে থাকা নেতা রুহুল কবীর রিজভী আহমেদ বাংলানিউজকে এ কথা জানিয়েছেন।

রাজধানীতে ওই দিন গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত এ গণসংযোগ কর্মসুচি চালাবে বিএনপি।

যেসব স্পটে গণসংযোগ করার কথা রয়েছে সেগুলো হচ্ছে-  শাহআলী থানাধীন গাবতলীর হানিফ এন্টার প্রাইজ পরিবহন মাঠ, তেজগাও থানার কারওয়ান বাজার প্রগতি টাওয়ার সংলগ্ন মাঠ, রমনা থানার সিদ্ধেস্বরী বালুর মাঠ, বংশাল থানার নয়াবাজার বিএনপি কার্যলয় সংলগ্ন স্থান, সুত্রাপুর থানার বাহাদুর শাহ পার্ক, গেন্ডারিয়া থানার সাদেক হোসেন খোকা মাঠ, গেন্ডারিয়ার ধূপখোলা মাঠ, শ্যামপুর থানার ধোলাইপাড় হাইস্কুল মাঠ, কদমতলী থানার বর্নমালা স্কুল মাঠ, সবুজবাগ থানার বাসাবো সবুজবাগ বালুর মাঠ, খিলগাঁও জোড়াপুকুর মাঠ, ভাটারা থানার বাড্ডা নতুন বাজার সংলগ্ন মাঠ।


নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে আগামী ৯ ডিসেম্বর দেশব্যাপী থানা, উপজেলা, পৌরসভা, জেলা সদর ও মহানগরে রাজপথ অবরোধ করবে ১৮ দলীয় জোট।

উল্লেখ্য গত ২৮ নভেম্বর নয়াপল্টনে অনুষ্ঠিত ১৮ দলের জনসভায় দেওয়া প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই কর্মসূচি ঘোষণা করেন।

ওই দিনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিএনপি ৬ ডিসেম্বর সারাদেশে গণতন্ত্র মুক্তি দিবস, ৯ ডিসেম্বও সারাদেশে রাজপথ অবরোধ কর্মসূচি, ১২ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত বিজয় দিবস উদযাপনে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এছাড়াও ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২৩ ডিসেম্বর সারাদেশে গণবিক্ষোভ করবে ১৮ দলীয় জোট।

২৮ নভেম্বরের ওই জনসভায় খালেদা জিয়া সরকারকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, “এসব কর্মসূচিতে বাধা দিলে হরতাল দিতে বাধ্য হবো। আওয়ামী লীগ যে পথে হেঁটেছে দরকার হলে সে পথে হাঁটবো। প্রয়োজনে হরতালের চেয়েও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

No comments

Powered by Blogger.