ক বি তা- শি হা ব স র কা র: a: গন্দোলায় বাইজির ঘরে

ভালোবাসা ফিরে এলে পথগুলো থইথই
ঝালরে-নকশায় ভেসে যায় কত গন্দোলা
চারদিকে সেরেনাদ, যুবক ভুলেছে হইচই
ভোর থেকে শুরু বজ্র-বিদ্যুতে মনদোলা।

ঘাট থেকে সিঁড়ি বেয়ে বাইজি দরোজা
ভিতরে ঘুঙুর, শিউলির ঘ্রাণ আসে
হীরা পান্না হবে, তুমি আজ ধরো যা
লণ্ঠনে চিনিনি, ঘোমটা খসেছে প্রাতরাশে।

এটা খারাপ পাড়া, নেচে নেচে ক্লান্ত নারী।
শহরের ভিতরে গুপ্ত শহরে
যেতে চেয়েছি কতবার, ছেড়েছি বাড়ি
গন্দোলা করে যাই, ছাইপাঁশ গিলি নীল নহরে।

আশপাশে ঘোরে অশরীরী, তারা না করে
বাইজির ভিতরে জাগি অথই সাগরে।

No comments

Powered by Blogger.