সবচেয়ে দীর্ঘাঙ্গী নারী ও প্রবীণতম ব্যক্তির মৃত্যু

বিশ্বের সবচেয়ে দীর্ঘকায় নারী চীনের ইয়াও দেফেন ও প্রবীণতম ব্যক্তি যুক্তরাষ্ট্রের নারী বেস কুপার মারা গেছেন। ইয়াওয়ের বাসস্থান চীনের পূর্বাঞ্চলীয় অ্যানহুই প্রদেশের সুচা এলাকার সরকারি মুখপাত্র বলেন, ‘গত মাসের মাঝামাঝি ইয়াও মারা যান।
’ তিনি তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানাননি। সংবাদমাধ্যমে গতকালই ইয়াওর মৃত্যুর খবর প্রকাশ করা হয়।
মৃত্যুর সময় ইয়াওয়ের বয়স হয়েছিল ৪০ বছর। ইয়াও ২০১০ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে দীর্ঘতম নারীর স্থান লাভ করেন।
এদিকে বিশ্বের প্রবীণতম ব্যক্তি বেস কুপার গত মঙ্গলবার জর্জিয়ার আটলান্টার একটি চিকিৎসাকেন্দ্রে মারা যান। তাঁর বয়স হয়েছিল ১১৬ বছর।
বেস কুপারের ছেলে সিডনি জানান, তাঁর মা পাকস্থলীর সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার সকালে তাঁর শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেয়। কিছু সময় পর তিনি মারা যান। বেসের মৃত্যুর পর বর্তমানে বিশ্বের প্রবীণতম ব্যক্তি আইওয়া অঙ্গরাজ্যের ১১৫ বছর বয়সী নারী দিনা ম্যানফ্রেদিনি। বিবিসি ও এএফপি।

No comments

Powered by Blogger.