চলে গেলেন বিশ্বের প্রবীণতম ব্যক্তি

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের প্রবীণতম ব্যক্তি হিসেবে স্থান পাওয়া যুক্তরাষ্ট্রের বিস কুপার মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ১১৬ বছর। জর্জিয়া অঙ্গরাজ্যের মনরো শহরের একটি হাসপাতালে গত মঙ্গলবার দুপুর ২টায় তাঁর মৃত্যু হয়। তাঁর ছেলে সিডনি কুপার এ কথা জানিয়েছেন।
সিডনি জানান, তাঁর মা এক সপ্তাহ ধরে পাকস্থলী-সংক্রান্ত অসুখে ভুগছিলেন। মঙ্গলবার সকালে তিনি বড়দিনের একটি ভিডিওচিত্রও দেখেন। কিন্তু এর পরপরই শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে অক্সিজেন দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে জন্ম নেওয়া এই নারী গত ২১ জুন বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত হন। এর আগে এই খ্যাতি ছিল ব্রাজিলের মারিয়া গোমেজ ভ্যালেন্তিনের। সূত্র : টেলিগ্রাফ, বিবিসি।

No comments

Powered by Blogger.