কেটের তথ্য ফাঁস- দুঃখ প্রকাশ করল হাসপাতাল কর্তৃপক্ষ

যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য ডাচেস অব ক্যামব্রিজ কেট উইলিয়ামসের শারীরিক অবস্থা সম্পর্কে তথ্য ফাঁসের ঘটনায় তাঁকে চিকিৎসা প্রদানকারী হাসপাতাল কর্তৃপক্ষ ‘গভীর দুঃখ’ প্রকাশ করেছে।
অস্ট্রেলিয়ার একটি বেতারকেন্দ্র থেকে ছদ্মপরিচয়ে ফোন করে ওই হাসপাতাল কেটের ব্যাপারে তথ্য নিয়েছিল।
লন্ডনের কিং এডওয়ার্ড দ্য সেভেনথ্ হাসপাতালে ফোন করে দুজন বেতার উপস্থাপক নিজেদের রানি এলিজাবেথ ও প্রিন্স চার্লস বলে পরিচয় দিয়ে ডাচেস অব ক্যামব্রিজের ব্যাপারে তথ্য চেয়ে কর্তৃপক্ষকে বোকা বানাতে সক্ষম হন। কঠোর গোপনীয়তা সত্ত্বেও কীভাবে ব্যাপারটি সম্ভব হলো, তা খতিয়ে দেখা হচ্ছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। স্ত্রী কেটকে দেখতে ডিউক অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়াম গত মঙ্গলবার ওই হাসপাতালে গেছেন।
প্রিন্স উইলিয়ামের একজন মুখপাত্র ওই তথ্য ফাঁসের ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। বিবিসি।

No comments

Powered by Blogger.