সেরা বাণিজ্যনগরী আবুধাবি

বিশ্বের সেরা বাণিজ্যনগরী এখন সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি। আবার জীবনমান ও অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে সেরাদের তালিকায়ও রয়েছে এর নাম। সম্প্রতি পরিচালিত পৃথক দুটি জরিপে উঠে এসেছে এ তথ্য। তালিকায় দেশটির আরেক শহর দুবাইয়েরও নাম রয়েছে।
যুক্তরাষ্ট্রের 'গ্লোবাল ট্রাভেলার্স' সাময়িকী ২৫ হাজারের বেশি পাঠকের ওপর আট মাসের জরিপ শেষে আবুধাবিকে বিশ্বের সেরা বাণিজ্য নগরীর স্বীকৃতি দিয়েছে। এর আগে বিভিন্ন সময়ে সেরা বাণিজ্যনগরীর তালিকায় ছিল ব্যাংকক, বার্সেলোনা ও ইস্তাম্বুল।
অন্য দিকে যুক্তরাষ্ট্রভিত্তিক অন্য জরিপ প্রতিষ্ঠান মারসারের তৈরি করা তালিকায় মধ্যপ্রাচ্য ও আফ্রিকার শহরগুলোর মধ্যে জীবনমানের দিক থেকে সেরা অবস্থানে আছে দুবাই ও আবুধাবি। ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের শহরগুলোর সম্মিলিত তালিকায় দুবাইয়ের অবস্থান ৭৩তম। আবুধাবি রয়েছে ৭৮তম স্থানে। তবে অবকাঠামোগত উন্নয়নের সূচকে এগিয়ে গেছে এ দুটি শহর। বিশ্ব প্রেক্ষাপটে দুবাইয়ের অবস্থান ৩৪তম এবং আবুধাবি ৭২তম। সূত্র : খালিজ টাইমস।

No comments

Powered by Blogger.