চট্টগ্রাম-১২ উপনির্বাচন- জাবেদের মোকাবিলায় উজ্জ্বল থাকবেন তো!

আনোয়ারা-কর্ণফুলী আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী ওরফে জাবেদের একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াই করবেন গণফোরামের উজ্জ্বল ভৌমিক। কিন্তু এলাকায় জল্পনা-কল্পনা চলছে-তিনি শেষ পর্যন্ত থাকেবন তো?
প্রার্থী বাছাইয়ে চার স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ার পর বাছাইপর্বে উজ্বল ভৌমিক টিকে যান। তবে সরকারি দলের প্রার্থীর বিপরীতে তাঁর নির্বাচন করা না করা নিয়ে এলাকায় নানা রকম কানাঘুষা চললেও তিনি কোনো ধরনের রাখঢাক ছাড়াই বলেছেন ‘জীবন বাজি’ রেখে নির্বাচন করার কথা। অবশ্য জাবেদও প্রতিপক্ষকে খাটো করে দেখছেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘সবার অধিকার আছে নির্বাচন করার। আমি কাউকে খাটো করে দেখি না।’
এদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে থেকে প্রার্থী বাছাইয়ের আগ মুহূর্ত পর্যন্ত নির্বাচনী এলাকাজুড়ে যে রকম নির্বাচনী উত্তাপ-উচ্ছ্বাস দেখা গিয়েছিল বর্তমানে তা অনেকটাই মিলিয়ে গেছে। সংশ্লিষ্ট নেতা-কর্মীদের মতে, আওয়ামী লীগের প্রার্থী জাবেদের বিপক্ষে বিএনপি নির্বাচন না করলেও দলের দক্ষিণ জেলার জ্যেষ্ঠ সহসভাপতি জালাল উদ্দিন আহমদ ও জাতীয় পার্টির তপন চক্রবর্তী মনোনয়নপত্র জমা দেন। এতে নির্বাচন জোর প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু ওই দুজনসহ চারজনের মনোনয়নপত্র বাতিল হওয়ায় এখন জাবেদের বিপরীতে গণফোরামের উজ্জ্বল ভৌমিকই একমাত্র প্রার্থী। ফলে চতুর্মুখী প্রচারণায় এলাকায় যে রকম উৎসবের আমেজ থাকার কথা তেমনটি এখন নেই।
জানা যায়, আনোয়ারা উপজেলার খিলপাড়া গ্রামের বাসিন্দা উজ্জ্বল ভৌমিক দীর্ঘদিন ধরে প্রগতিশীল রাজনীতির সঙ্গে জড়িত। গত সংসদ নির্বাচনে গণফোরামের প্রার্থী হিসেবে নির্বাচন করে তিনি এক হাজারের কম ভোট পান।
এদিকে, গত রোববার থেকে নির্বাচনী এলাকাজুড়ে চলছে নানা আলোচনা। উজ্জ্বল ভৌমিক শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন, নাকি জাবেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বৈতরণি পার হচ্ছেন—এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। তবে উজ্জ্বল ভৌমিক প্রথম আলোকে বলেছেন, ‘নির্বাচনে যখন নেমেছি, জীবন বাজি রেখে হলেও নির্বাচন আমি করবই। জনগণের সামনে সুযোগ এসেছে পরিবর্তনের; আশা করি তাঁরা তা কাজে লাগাবেন।’
জানতে চাইলে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু মঙ্গলবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘উজ্জ্বল ভৌমিক নির্বাচন করছেন, এটা নিশ্চিত। এ নির্বাচনে কোনো ধরনের কারচুপি বা অনিয়ম হলে আমরা বসে থাকব না। কারণ, পুরো দেশ চেয়ে আছে আনোয়ারার দিকে।’

No comments

Powered by Blogger.