শ্যুটারদের স্কোর তলানিতে

প্রশিক্ষণ ক্যাম্প নেই। মামলা নিয়েই কেটেছে গত কয়েক মাস শ্যুটিং ফেডারেশনের।
এর ফলও পাওয়া গেল শ্যুটারদের পারফরম্যান্সে। কাল শেষ হওয়া পঞ্চম জাতীয় এয়ারগান শ্যুটিংয়ে দেশসেরা শ্যুটারদের স্কোর যাচ্ছেতাই। আন্তর্জাতিক প্রতিযোগিতা কেন, ঘরোয়া খেলায় সাম্প্রতিক সময়ে এত বাজে স্কোর আর হয়নি।
আন্তর্জাতিক পরিমণ্ডলে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে বাংলাদেশ কিছু অর্জনের আশা করে। এই ইভেন্টে শারমিন আক্তার রত্নার স্কোর ৪০০-তে ৩৯৮ পর্যন্ত উঠেছে। সেই শারমিন লন্ডন অলিম্পিকে করেছিলেন ৩৯৩। কাল তাঁর স্কোর হয়েছে মাত্র ৩৭৫ (দ্বিতীয় স্থান)। ২০০৪ ইসলামাবাদ এসএ গেমসের সোনাজয়ী শারমিন আক্তার সোনা জিতেছেন। স্কোরও তাঁর সেরার চেয়ে ৮-৯ কম—মাত্র ৩৮৪! বিকেএসপির সোহেলা আক্তার ৩৭১ করে তৃতীয় হয়েছেন। শ্যুটাররা বলেছেন, অনেক দিন অনুশীলনে না থাকাতেই স্কোর খারাপ হয়েছে।

No comments

Powered by Blogger.