গান, নাটক, প্রদর্শনী, চলচ্চিত্র আজ সারা দিন

ছায়ানট সংস্কৃতি-ভবন, ধানমন্ডি
জাপানের বেহালাশিল্পী মিডৌরি গোতো এবং তাঁর সহশিল্পীরা আজ পরিবেশন করবেন পাশ্চাত্যের মার্গসংগীত ও জাপানের ঐতিহ্যবাহী সংগীত। মিলনায়তনে, সন্ধ্যা সাতটায়।
বাংলাদেশ শিল্পকলা একাডেমী
 ১৫তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী। জাতীয় চিত্রশালা গ্যালারিতে। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
 চলচ্চিত্রমের চলচ্চিত্র প্রদর্শনী। আজকের ছবি নোলক, বিকেল চারটা; গাঙচিল, সন্ধ্যা সাড়ে ছয়টায়। সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে।
 কলিম শরাফী স্মরণে নাট্যোৎসব। উদ্বোধন, সন্ধ্যা ছয়টায়। আজকের নাটক নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বলের যুগলবন্দী। সন্ধ্যা সাতটায়।
ঢাকা আর্ট সেন্টার, ধানমন্ডি
সঞ্জয় কুমার দাসের চিত্র প্রদর্শনী। চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।
দ্য অ্যাথেনা গ্যালারি, উত্তর বাড্ডা
পাঁচজন বিশিষ্ট চিত্রশিল্পীর যৌথ চিত্র প্রদর্শনী। চলবে ২১ জানুয়ারি পর্যন্ত।
আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা, ধানমন্ডি
অভি শঙ্কন আইনের চিত্র প্রদর্শনী ‘স্থির স্বপ্ন ও বাস্তবতা’। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড, নারায়ণগঞ্জ
লক্ষ্যাপার শাস্ত্রীয় সংগীত সম্মিলন। অনুষ্ঠান শুরু সন্ধ্যা ছয়টায়, চলবে পরদিন ভোর পর্যন্ত।
ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র, গুলশান
চলচ্চিত্র প্রদর্শনী। আজ আবু সাইয়ীদ পরিচালিত নিরন্তর ও রূপান্তর। সন্ধ্যা ছয়টায়।

No comments

Powered by Blogger.