বামপন্থী সাতটি দলের বিক্ষোভ ৩১ ডিসেম্বর



যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত, তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া, বাড়ি-রেল-বাসভাড়া বৃদ্ধি নিয়ন্ত্রণ, পার্বত্য চুক্তি বাস্তবায়ন করে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়াসহ নানা দাবিতে ৩১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বামপন্থী সাতটি দল।
গতকাল বুধবার রাজধানীর তোপখানা রোডে আসাদ মিলনায়তনে সাত দলের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গণ-ঐক্যের সমন্বয়ক পঙ্কজ ভট্টাচার্য, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, গণতন্ত্রী পার্টির সভাপতিমণ্ডলীর সভাপতি শহিদুল্লাহ শিকদার, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা দীপায়ন খীসা, গণ-আজাদী লীগের সাধারণ সম্পাদক সমীর শিকদার ও সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা হারুন চৌধুরী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

No comments

Powered by Blogger.