ওবামার আগাম ভোট

আনুষ্ঠানিক নির্বাচনের আগেই আগাম ভোট দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। বাংলাদেশ সময় আজ শুক্রবার সকালে শিকাগোয় তাঁর ভোট দেওয়ার কথা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো প্রেসিডেন্টের আগাম ভোট দেওয়ার ঘটনা এই প্রথম। আগামী ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।


ডেমোক্র্যাট প্রার্থী ওবামা বর্তমানে দোদুল্যমান ভোটারদের মন জয়ে ঝুঁকিপূর্ণ রাজ্য কলোরাডো, ওহাইয়ো, নেভাডা ও ভার্জিনিয়া সফর করছেন। ওবামা জানান, এরই এক ফাঁকে শিকাগোয় যাত্রাবিরতি করে ভোট দেওয়ার গুরু দায়িত্ব পালন করেন তিনি। নিজের ভোট দেওয়া নিয়ে কৌতুক করে ওবামা বলেন, 'আমি কাকে ভোট দেব, তা বলব না। বিষয়টি গোপনীয়। কিন্তু মিশেল (ওবামার স্ত্রী) বলেছে, সে আমাকেই ভোট দেবে।' যুক্তরাষ্ট্রের নির্বাচনী আইনে নির্বাচনের নির্দিষ্ট দিনের আগেই আগাম ভোট দেওয়ার সুযোগ রয়েছে। নির্বাচনের দিন কোনো কারণে নিজ নির্বাচনী এলাকায় উপস্থিত থাকতে পারবেন না- এমন পরিস্থিতি তৈরি হলে আগাম ভোট দেওয়ার এই সুযোগ পান ৩২ রাজ্যের বাসিন্দা। রাজ্যভেদে আগাম ভোট দেওয়ার সময় ভিন্ন। শুধু ওবামা নন এ বছর ইতিমধ্যেই প্রায় ৬৫ লাখ আমেরিকান আগাম ভোট দিয়েছেন। সূত্র : পিটিআই।

No comments

Powered by Blogger.