জাতিসংঘের দারস্থ সুদান

খার্তুমের একটি সামরিক অস্ত্র কারখানায় গত মঙ্গলবার মধ্যরাতে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে সুদান। ওই ঘটনায় দুজন নিহত হয়েছে। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।


এর পরিপ্রেক্ষিতে গত বুধবার রাতে জরুরি বৈঠকে বসে সুদানের মন্ত্রিপরিষদ। হামলার পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়ে বিষয়টিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও নিয়ে গেছে দেশটির সরকার। এ ব্যাপারে ইসরায়েলকে নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে তারা।
এদিকে গতকাল বৃহস্পতিবার সুদানকে 'একটি মারাত্মক সন্ত্রাসীরাষ্ট্র' হিসেবে অভিহিত করেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা আমোস গিলাদ ইরায়েলের আর্মি রেডিওকে বলেন, 'সেখানে (সুদানে) সত্যিকার অর্থে কী ঘটেছে_তা জানতে কিছু সময় লাগবে।' তবে সুদানের মন্তব্যের জবাবে সরাসরি কিছু বলতে তিনি অস্বীকৃতি জানান। সুদানের সংস্কৃতি ও তথ্যমন্ত্রী আহমেদ বিলাল ওসমান গত বুধবার দাবি করেন, দক্ষিণ খার্তুমের ইয়ারমৌক সামরিক অস্ত্র কারখানায় ওই হামলার ঘটনা ঘটে। সূত্র : এএফপি।

No comments

Powered by Blogger.