রাখাইনে শিক্ষার্থীদের রোহিঙ্গাবিরোধী বিক্ষোভ

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের কয়েক শ বৌদ্ধ শিক্ষার্থী মুসলিম রোহিঙ্গাদের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। জাতিগত রাখাইন বৌদ্ধ ও রোহিঙ্গাদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরুর তৃতীয় দিন গতকাল বৌদ্ধ শিক্ষার্থীরা রাখাইন রাজ্যের রাজধানী সিতউই শহরে ওই বিক্ষোভের আয়োজন করেন।


প্রায় ৮০০ শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেন।
গত সোমবার নতুন করে দুই সম্প্রদায়ের মধ্যে সহিংসতা শুরু হয়। এতে অন্তত তিনজন নিহত হয়েছে। এদিন কয়েক শ বসতবাড়িতে আগুন দেওয়া হয়। গত মঙ্গলবার ম্রাউক ইউ নগরের একটি গ্রামে দুই সম্প্রদায়ের লোকজনের সংঘর্ষের সময় আরও ৫০টি বসতবাড়িতে আগুন দেওয়া হয়।
মিয়ানমারে রোহিঙ্গাদের ওই দেশের নাগরিক মনে করা হয় না। তারা দাবি করে, রোহিঙ্গারা বাংলাদেশ থেকে মিয়ানমারে গিয়ে বসতি স্থাপন করেছে।
গত জুনে মিয়ানমারের পশ্চিমাঞ্চলে রোহিঙ্গা মুসলিম ও বৌদ্ধদের মধ্যে ভয়াবহ সহিংসতায় বহু লোক নিহত হয়। কয়েক লাখ মানুষ ঘরহারা হয় এবং কয়েকটি মানবাধিকার গোষ্ঠী পরিস্থিতিকে মানবিক সংকট হিসেবে চিহ্নিত করেছে। এএফপি।

No comments

Powered by Blogger.