নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করার চিন্তা অবাস্তব: মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ‘সরকারের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করার চিন্তা পুরোপুরি অবাস্তব। এ ইস্যুতে সরকার ভারসাম্য হারিয়ে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েছে। তাই কীভাবে এই সমস্যার সমাধান করবে, তা নিয়ে সরকার একেকবার একেক রকম বক্তব্য দিচ্ছে।’


গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘আমরা জিয়ার সৈনিক’ নামের একটি সংগঠন আয়োজিত ‘জিয়ার উনিশ দফা ও আজকের প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় মওদুদ আহমদ এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘যে সরকার রাস্তাঘাটের সংস্কার করতে পারে না, সেই সরকার এত বড় একটি সেতু করতে পারবে, তা অবিশ্বাস্য।’
মওদুদ বলেন, পদ্মা সেতুর জন্য লজিস্টিক সাপোর্ট দরকার হবে। আধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতি লাগবে। কিন্তু বাংলাদেশে এ ধরনের কোনো প্রযুক্তি নেই, তা বাইরে থেকে আনতে হবে। এ ক্ষেত্রে প্রবাসী-আয় অনেক বাড়াতে হবে। তাই তিনি সরকারকে কল্পনাবিলাসিতা ছেড়ে দেওয়ার আহ্বান জানান।
মুঠোফোনের কলে সারচার্জ আরোপের বিরোধিতা করে মওদুদ বলেন, সরকার দুর্নীতি করেছে আর মানুষ এর খেসারত দেবে, তা হতে পারে না। তিনি দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এই সরকার বিশ্বব্যাংকের সঙ্গে যুদ্ধে নেমেছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, এই যুদ্ধে সরকার পারবে না। বর্তমান বিশ্বপরিস্থিতিতে তৃতীয় বিশ্বের পক্ষে বিশ্বব্যাংকের বিরুদ্ধে টিকে থাকা সম্ভব নয়

No comments

Powered by Blogger.