যুক্তরাষ্ট্রপন্থী সরকার গঠনের আশ্বাস ইমরান ও নওয়াজের

আগামী নির্বাচনের পর পাকিস্তানে মার্কিনপন্থী সরকার গঠিত হবে বলে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছেন দেশটির জনপ্রিয় ক্রিকেটার ও রাজনীতিবিদ ইমরান খান এবং পাকিস্তানের প্রধান বিরোধীদলীয় নেতা নওয়াজ শরিফ। ইসলামাবাদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্যামেরন মুন্টারের বরাত দিয়ে গতকাল বুধবার ডন পত্রিকা এ কথা বলেছে।


সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রদূত ক্যামেরন মুন্টার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফ ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে উভয় নেতা তাঁকে যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন।
আফগানিস্তান অভিমুখী ন্যাটো বাহিনীর রসদ সরবরাহের পথ পুনরায় খুলে দেওয়া প্রসঙ্গে ক্যামেরন মুন্টার বলেন, এ বিষয়ে আলোচনা শেষ হয়নি। এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে এখনো অনেক কিছু করা বাকি রয়েছে। পিটিআই।

No comments

Powered by Blogger.