আপনি কি জানেন-পানির ব্যবহার

পৃথিবীতে প্রায় ৩,৮০২.৩ ট্রিলিয়ন লিটার পানি দৈনন্দিন প্রয়োজনে ব্যবহূত হয়। একেকজন মানুষ গড়ে প্রতিবছর ব্যবহার করে ৬৩৩,০০০ লিটার পানি। একজন মানুষের দৈনিক পানি ব্যবহারের পরিমাণ গড়ে ১,৭৩৪ লিটার।


পৃথিবীতে মোট ব্যবহূত পানির মধ্যে প্রতিদিন ৯ শতাংশ ব্যবহূত হয় গৃহস্থালি কাজে, ২০ শতাংশ ব্যবহূত হয় শিল্পকারখানায় ও ৭১ শতাংশ ব্যবহূত হয় কৃষিকাজে।
দৈনন্দিন কাজে ব্যবহূত পানি
আপনি কি জানেন, একজন মানুষ সকালে দাঁত মাজতে গিয়ে প্রায় ২.৫ লিটার পানি ব্যয় করে! এই হিসাব করা হয়েছে দাঁত মাজার সময় কল বন্ধ রেখে। কল খোলা অবস্থায় ব্যয় করা হয় পাঁচ লিটার । কাপড় ধোয়ার যন্ত্রে ব্যয় হয় ১২০ লিটার। গোসলের সময় ব্যয় করা হয় ২২ লিটার। শৌচকর্মের পর ফ্ল্যাশ করায় খরচ হয় পাঁচ থেকে ২০ লিটার। মানুষ সবচেয়ে বেশি পানি খরচ করে বাগানে ফুলগাছে পানি দেওয়ার সময় ও গাড়ি ধোয়ার সময়। এই খরচের পরিমাণ কিন্তু আঁতকে ওঠার মতোই। এর পরিমাণ ৬০০ থেকে ১৫০০ লিটার কিংবা তার চেয়েওবেশি!
 ওয়ার্ল্ড অব ফ্যাক্টস অবলম্বনে নাইর ইকবাল

No comments

Powered by Blogger.