টানা তিনবার ফিফা বর্ষসেরা হওয়ার কৃতিত্ব মেসির একার-মেসির আলোয় উজ্জ্বল রাত

কটু যেন উদ্বিগ্নই দেখাল তাঁকে। মুখে রক্তিম আভা। কিন্তু মঞ্চে বিজয়ীর নাম ঘোষণায় ব্রাজিল কিংবদন্তি রোনালদো কোনো নাটকই করলেন না। সরাসরি খাম থেকে নামটা বের করে দর্শকদের দিকে ধরলেন। মুখে বলার দরকার ছিল না, সাদা পৃষ্ঠায় কালো অক্ষরে জ্বলজ্বল করছিল নামটি। তার পরও রোনালদো ভাঙা ভাঙা ইংরেজিতে বললেন, ‘ইত ইজ লাওনেল মেসি।’


এই ঘোষণাই ইতিহাসে ঢুকিয়ে দিল আর্জেন্টাইন খুদে জাদুকরকে। গত বছর থেকে ব্যালন ডি’অর আর ফিফা বর্ষসেরা অভিন্ন পুরস্কার হয়ে গেছে ঠিকই। কিন্তু তার পরও এটা বলা যায়, টানা তিনবার ফিফা বর্ষসেরা হলেন মেসি। তিনবার বর্ষসেরা হওয়ার কৃতিত্ব আছে ঘোষক রোনালদো, অনুষ্ঠানের দর্শকসারিতে বসা জিনেদিন জিদানেরও। কিন্তু টানা তিনবার ফিফা বর্ষসেরা হওয়ার কৃতিত্ব মেসির একার।
টানা তিনবার ব্যালন ডি’অর অবশ্য জিতেছেন একজন—মিশেল প্লাতিনি। সেই প্লাতিনির হাত থেকেই বুঝে নিলেন সোনালি আভা ছড়ানো ফুটবলাকৃতির ট্রফিটা। অভিনন্দন জানালেন ফিফার সভাপতি সেপ ব্ল্যাটার। চিরবিনয়ী মেসি মাথা নুয়ে অভিবাদন গ্রহণ করলেন। এমনকি খানিক দূরে দাঁড়িয়ে থাকা উপস্থাপক-উপস্থাপিকার দিকে নিজেই গিয়ে করমর্দনও করে এলেন।
এরপর প্রতিক্রিয়ায় কৃতজ্ঞতা জানালেন সতীর্থ সহযোদ্ধাদের, ‘আমার জন্য এটি অনেক বড় ব্যক্তিগত তৃপ্তি। এ নিয়ে তৃতীয়বার এই পুরস্কার জিতলাম। এটা অবিশ্বাস্য একটা সম্মান। আমার সঙ্গে জড়িত প্রত্যেককে ধন্যবাদ জানাই—আমার সতীর্থ, ট্রেনার, ফিজিও, কোচ (পেপ গার্দিওলা), বার্সেলোনার প্রত্যেককে। আর্জেন্টিনা জাতীয় দলের প্রতিও আমার কৃতজ্ঞতা।’
গত মৌসুমে ক্লাবের হয়ে ৫৫ ম্যাচে ৫৩ গোল করেছেন। বার্সেলোনাকে স্প্যানিশ লিগের পাশাপাশি জিতিয়েছেন চ্যাম্পিয়নস লিগ। চ্যাম্পিয়নস লিগের সেরা খেলোয়াড় আর সর্বোচ্চ গোলদাতাও ছিলেন। এ কারণে মেসির হাতে যে এই পুরস্কারটি উঠতে যাচ্ছে, এটা আগেই বোঝা যাচ্ছিল। তবে মেসি নিজে জানালেন, এই পুরস্কারের সমান দাবিদার জাভিও, ‘এই সম্মান আমি আমার সতীর্থ জাভির সঙ্গে ভাগাভাগি করে নিতে চাই। এই পুরস্কার ওরও প্রাপ্য। আমি পুরস্কারটি তোমার সঙ্গে ভাগাভাগি করতে চাই, কারণ তুমিও আমার সমানই যোগ্য। ওর পাশে থাকতে পারা, ওর পাশে খেলতে পারাটাও অনেক তৃপ্তির।’
পরশু রাতে বার্সার জয়ধ্বনি আরও একবার উঠেছে। ফিফা বর্ষসেরা কোচ হয়েছেন গার্দিওলা। হোসে মরিনহো আর অ্যালেক্স ফার্গুসনকে টপকে এই পুরস্কার পেলেন এই ৪০ বছর বয়সী। গার্দিওলা এই পুরস্কার উৎসর্গ করেছেন বার্সেলোনার প্রত্যেককে, ‘আমি এই পুরস্কার উৎসর্গ করতে চাই সেই সব হাজার হাজার মানুষকে, যাঁরা এক শ বছরেরও বেশি সময় ধরে বার্সেলোনাকে গড়ে তুলেছেন তিল তিল করে। বার্সেলোনাকে বানিয়েছেন বিশ্বের অন্যতম সেরা ক্লাব।’ গত বছর ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে ২৫ বছর পূর্ণ করা অ্যালেক্স ফার্গুসনকে দেওয়া হয়েছে ফিফা সভাপতি পুরস্কার।
প্রথম এশীয় হিসেবে ফিফা মহিলা বর্ষসেরা হয়েছেন হোমারে সাওয়া। গত বছর জার্মানিতে হওয়া মহিলা বিশ্বকাপ জিতেছে জাপান। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় আর সর্বোচ্চ গোলদাতা ছিলেন সাওয়া। একই সঙ্গে ওই বিশ্বকাপ জেতানোয় জাপানের কোচ নোরিও সাসাকি হয়েছেন বর্ষসেরা মহিলা কোচ।
তবে এঁদের কেউ নন, পরশু সব আলো যেন ছিল মেসিকে ঘিরেই। এএফপি, রয়টার্স।

একনজরে
ফিফা ব্যালন ডি’অর
লিওনেল মেসি
ফিফা বর্ষসেরা কোচ
পেপ গার্দিওলা
ফিফা বর্ষসেরা নারী ফুটবলার
হোমারে সাওয়া
ফিফা বর্ষসেরা নারী কোচ
নারিও সাসাকি
ফিফা পুসকাস পুরস্কার (সেরা গোল)
নেইমার
ফিফপ্রো বিশ্ব একাদশ
ইকার ক্যাসিয়াস, দানি আলভেজ, নেমানিয়া ভিদিচ, জেরার্ড পিকে, সার্জিও রামোস, জাভি, জাবি আলোনসো, আন্দ্রেস ইনিয়েস্তা, লিওনেল মেসি, ওয়েইন রুনি, ক্রিস্টিয়ানো রোনালদো

No comments

Powered by Blogger.