শেষ হলো দলবদল-আশরাফুল-মুশফিকদের নতুন ঠিকানা

লবদলের শেষ দিনে সাকিব-তামিমরাই আকর্ষণের কেন্দ্রে। প্রথম ঘণ্টাতেই সে আকর্ষণের সমাপ্তি ঘটিয়েছেন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা। এরপর অবশিষ্ট আকর্ষণের বিশাল অংশ জুড়েই ছিল মুশফিকুর রহিম, আশরাফুল, শাহরিয়ার নাফীস, অলক কাপালি, নাসির, নাঈম আর ইমরুলদের ঘিরে। একে একে বঙ্গবন্ধু স্টেডিয়ামের তিন তলার সভাকক্ষে এলেনও তারা সবাই। দলবদল করে নাম লেখালেন নতুন দলে।


বিমান ছেড়ে জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম যোগ দিলেন প্রিমিয়ার ক্রিকেটে নতুন দল শেখ জামাল ধানমণ্ডি ক্লাবে। পুলের কোটায় তার সঙ্গী সোহরাওয়ার্দী শুভ। শুভ, ডলার, মেহরাব জুনিয়র, আরাফাত সানি, তাপস বৈশ্য আর শুভাশিসের মতো তারকাও আছেন তার দলে, তাই শেখ জামালকে লীগের শক্তিশালী দল হিসেবেই দেখালেন তিনি। প্রাইম ব্যাংক-ডিওএইচএসে নতুন এলেন আশরাফুল আর শুভগত। দু'জনই গত মৌসুমে খেলেছেন সিসিএসে। এবার বলেকয়েই এসেছেন নতুন দলে। এরপর খণ্ড নাটক। প্রাইম ধলেশ্বর নয়, মোহামেডানে কোচ ও খেলোয়াড়ের দায়িত্ব পালন করবেন পাইলট। শেষ পর্যন্ত তা হয়নি। সাদাকালো শিবিরে তা নিয়ে খানিকটা উত্তেজনা। শেষ পর্যন্ত কমিশনে দলবদল করলেন পাইলট। সিসিডিএম অফিসে এসে প্রাইম ধলেশ্বরে একাই নাম লেখালেন শাহরিয়ার নাফীস। দলে পুলের কোটায় তার সঙ্গী নাজমুল হোসেন। বেশ কয়েকজন উঠতি তারকার সঙ্গে ফরহাদ রেজাকে নিয়ে আবাহনীতে নাম লেখালেন ইলিয়াস সানি। এরই মধ্যে দলবদলের সময়সীমা একঘণ্টা বাড়িয়ে দেওয়া হলো। তখনও মোহামেডান আসেনি সিসিডিএম অফিসে। অবশেষে শেষ ঘণ্টায় দলবদলে অংশ নিতে ইমরুল-নাঈমকে নিয়ে এলেন মোহামেডানের কর্মকর্তারা।

No comments

Powered by Blogger.