বিদায় ইলিয়েভস্কি

দিলি্ল সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ভরাডুবির পরই নড়বড়ে হয়েছিল মেসেডোনিয়ান কোচ নিকোলা ইলিয়েভস্কির গদি। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায় ইলিয়েভস্কির সমালোচনা করায় পরিষ্কার হয়েছিল মেয়াদ শেষের আগে বিদায় নিতে হচ্ছে আরেকজন বিদেশি কোচকে। এর মধ্যে ইলিয়েভস্কি ছুটি নিয়ে দেশে যেতে চাইলে সৃষ্টি হয় জটিলতা। ছুটি মিললেও টিকিট জটিলতায় বিলম্ব হয় নিকোলার দেশে


যাওয়া। শেষ পর্যন্ত বাফুফে থেকে তার টিকিট নিশ্চিত করা হয়েছে এবং তা ওয়ানওয়ে। কারণ আজ রাত ৯টায় দেশের উদ্দেশে তিনি ঢাকা ছাড়ছেন শেষবারের মতো। বাফুফের সঙ্গে সমঝোতার ভিত্তিতেই চাকরি ছেড়ে দিয়েছেন এ মেসেডোনিয়ান। আজ দুপুরে সংবাদ সম্মেলনে কোচ বিদায়ের আনুষ্ঠানিক ঘোষণা দেবে ব্যবস্থাপনা কমিটি। একটি সূত্র জানায়, সংবাদ সম্মেলনে কোচ ইলিয়েভস্কিও উপস্থিত থাকবেন। গতকাল বাফুফে ডিসেম্বর পর্যন্ত তার বেতনসহ যাবতীয় পাওনা বুঝিয়ে দিয়েছে। কোচ নিকোলা ইতিমধ্যে তার পদত্যাগপত্র জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির কাছে জমা দিয়েছে বলেও নিশ্চিত করেছে নির্ভরযোগ্য একটি সূত্র। যদিও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায় গতকাল রাত ৯টায় জানিয়েছেন চূড়ান্ত সিদ্ধান্ত তখনও হয়নি। বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে এ কোচকে নিয়োগ দিয়েছিল বাফুফে। তার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বকাপ বাছাইপর্বে পাকিস্তান ও লেবাননকে হারালেও ব্যর্থ হয় সাফ চ্যাম্পিয়নশিপে।

No comments

Powered by Blogger.