ডিএসই-দেড় শতাধিক শেয়ারের দাম বেড়েছে


দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার লেনদেনের শুরুতে সূচকের ওঠানামা লক্ষ করা গেছে। তবে আধা ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেন হওয়া দেড় শতাধিক কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচকও বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে ১১টায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৭ পয়েন্ট বেড়ে ৫,১০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচক বৃদ্ধির মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন আরম্ভ হয়। পাঁচ মিনিটের


মাথায় সূচক পাঁচ পয়েন্ট বেড়ে যায়। পরের পাঁচ মিনিটে সূচক গতকালের চেয়ে পাঁচ পয়েন্ট কমে যায়। এরপর থেকে সূচক ঊর্ধ্বমুখী হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডিএসইতে মোট ২০৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৫টিরই দাম বেড়েছে, কমেছে ৩০টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি প্রতিষ্ঠানের দাম। এ সময় পর্যন্ত ডিএসইতে ৪০ কোটি টাকা লেনদেন হয়েছে।
আধা ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—কেপিসিএল, এনবিএল, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ফুওয়াং সিরামিকস, রূপালী ইনস্যুরেন্স, সোস্যাল ইসলামী ব্যাংক, সিভিও পেট্রোলিয়াম রিফাইনারি লিমিটেড, ফার্মা এইড ও আরএন স্পিনিং।

No comments

Powered by Blogger.