ঝিলমিল প্রকল্পের লটারি জানুয়ারিতে-উত্তরায় ২২ হাজার ফ্ল্যাট বরাদ্দ দেবে সরকার

রাজউকের ঝিলমিল প্রকল্পে প্লট বরাদ্দের লটারি হবে জানুয়ারিতে। এর পরপরই উত্তরায় ২২ হাজার ফ্ল্যাট বরাদ্দের আবেদন আহ্বান করে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হবে। রাজউক সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। রাজউক চেয়ারম্যান প্রকৌশলী নুরুল হুদা এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। রাজউক সূত্র জানায়, ঝিলমিল প্রকল্পের প্লটের জন্য ৩৫ হাজারের বেশি আবেদন জমা পড়ে। এসব আবেদন যাচাই-বাছাইয়ের প্রাথমিক কাজ শেষ হয়েছে। এখন প্রাথমিকভাব


বাছাই করা আবেদনগুলোর ডাটাবেজ তৈরি করা হচ্ছে। ২৫ ডিসেম্বরের মধ্যে এ ডাটাবেজ তৈরির কাজ শেষ হবে। সূত্র জানায়, প্রাথমিক বাছাইয়ে খুব কমসংখ্যক আবেদনই বাদ পড়েছে। বড় কোনো ত্রুটি ছাড়া কোনো আবেদনই বাদ দেওয়া হয়নি। ছোটখাটো ত্রুটি আমলে নেওয়া হয়নি। অন্য একটি সূত্র জানায়, ঝিলমিল
প্রকল্পের প্লট বরাদ্দের লটারির পাশাপাশি রাজধানীর উত্তরায় ২২ হাজার ফ্ল্যাট বরাদ্দের জন্য নীতিমালা তৈরির কাজও শেষ হয়েছে। নীতিমালাটি বর্তমানে মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। নীতিমালা অনুমোদন হলেই উত্তরায় ২২ হাজার ফ্ল্যাট বরাদ্দ দেওয়ার জন্য গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হবে। নীতিমালায় উত্তরা এলাকায় আধুনিক সুযোগ-সুবিধাসহ রাজউকের ফ্ল্যাটের জন্য প্রাথমিকভাবে প্রতি বর্গফুটের মূল্য ৩ হাজার ৫০০ টাকা প্রস্তাব করা হয়েছে বলে সূত্র জানায়।
রাজউক চেয়ারম্যান প্রকৌশলী নুরুল হুদা সমকালকে বলেন, ঝিলমিল প্রকল্পের প্রাথমিক যাচাই-বাছাইয়ের কাজ শেষ পর্যায়ে রয়েছে। আমরা আশা করছি চলতি মাসের মধ্যেই যাচাই-বাছাইয়ের কাজ শেষ এবং জানুয়ারির শুরুতে প্লট বরাদ্দের লটারি সম্পন্ন হবে। উত্তরায় ২২ হাজার ফ্ল্যাট বরাদ্দের ব্যাপারে তিনি বলেন, নীতিমালা অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ ছাড়া ফ্ল্যাটের নির্মাণ কাজ শুরুর প্রক্রিয়াও চলছে। নীতিমালা অনুমোদন হলেই ফ্ল্যাট বরাদ্দ পাওয়ার জন্য আবেদন আহ্বান করা হবে। আমরা আশা করছি, আগামী এক মাসের মধ্যেই ২২ হাজার ফ্ল্যাট বরাদ্দের জন্য আবেদন আহ্বান করা সম্ভব হবে।

No comments

Powered by Blogger.