লিবিয়ার মুসলিম ব্রাদারহুডের প্রকাশ্য সমাবেশ

লিবিয়ার মুসলিম ব্রাদারহুড গত প্রায় ২৫ বছরের মধ্যে এই প্রথমবারের মতো জনসমক্ষে সমাবেশের আয়োজন করেছে। কর্নেল মুয়াম্মার গাদ্দাফির শাসনামলে মুসলিম ব্রাদারহুড কোণঠাসা ছিল।
ব্রাদারহুডের নেতা সুলাইমান আবদেল কাদের জানান, গত বৃহস্পতিবার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে তিন দিনের এ সমাবেশ শুরু হয়। তিনি বলেন, ‘এটা আমাদের জন্য এবং লিবিয়ার জনগণের জন্য ঐতিহাসিক একটি দিন।’
ব্রাদারহুডের নেতারা জানান, লিবিয়ার ভেতরে গত প্রায় ২৫ বছরের মধ্যে সংগঠনটি প্রথম সমাবেশ করছে। তবে গাদ্দাফির শাসনামলে তাঁরা গোপনে বৈঠক করেছেন। এ ছাড়া তখন দেশের বাইরেও সংগঠনটির সমাবেশ অনুষ্ঠিত হতো।
ধর্মবিষয়কমন্ত্রী সালেম ইল-শেখলি ও প্রতিরক্ষামন্ত্রী জালাল আল-দেগহেইলিসহ ক্ষমতাসীন ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) কর্মকর্তারা ব্রাদারহুডের সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
ব্রাদারহুডের একজন নেতা জানান, নির্বাচন ও রাজনৈতিক দল গঠনের বিষয়ে আলোচনার জন্য এ সমাবেশের আয়োজন করা হয়েছে

No comments

Powered by Blogger.