ফেদেরারের রেকর্ড! by হাসনাত মুনীর

গ্রেটেস্ট ভিক্টরি'! প্যারিস মাস্টার্স জয়ের পর রজার ফেদেরারের এমনই বাঁধভাঙা উচ্ছ্বাস! বিশ্বাস করুন আর না-ই করুন, কথাটি বলেছেন সুইস মাস্টার!এ মুহূর্তে ফেদেরারের বয়স ৩০ বছর। ছোট-বড় মিলিয়ে তার শিরোপা জয়ের সংখ্যাটা বয়সের চেয়ে দ্বিগুণেরও বেশি! ৬৯টি! এর মধ্যে আবার আছে ১৬টি গ্র্যান্ড স্লাম। টেনিসের পুরুষ এককে গ্র্যান্ড স্লামের পাহাড়ের এতটা উচ্চতায় আর কেউ ওঠেনি। ফেদেরারই প্রথম।


তারপরও প্যারিস মাস্টার্সের মতো 'ছোটখাটো' ট্রফি জয়ের ঘটনাকে তিনি কি-না বলছেন 'গ্রেটেস্ট ভিক্টরি'!
নিজের নয়, ফেদেরারের চোখ দিয়ে যদি বিএনপি প্যারিবাস মাস্টার্স মানে প্যারিস মাস্টার্স শিরোপাটির দিকে তাকানো যায়, তাহলেই কেবল বোঝা যাবে তার এতটা আনন্দের নেপথ্যের কারণ। এ শিরোপাটি যে প্রায় পনের বছর অপেক্ষার সুখময় সমাপ্তি। অথচ এই পনের বছরে ৪টি অস্ট্রেলিয়ান ওপেন, ১টি ফ্রেঞ্চ ওপেন, ৬টি উইম্বলডন, ৫টি ইউএস ওপেন শিরোপাসহ ক্যারিয়ার স্লাম জয়ের বনেদি বৃত্তও পূরণ করেছিলেন ফেদেরার। অপূর্ণতা শব্দটির সমার্থক ছিল কেবল প্যারিস মাস্টার্স!
১৯৯৮ সালে পেশাদার টেনিসে তার পা রাখা। এরপর কেবল একের পর এক সিঁড়ি ডিঙিয়ে যাওয়া। 'প্রথম'-এর জন্ম দেওয়া। প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়ে একের পর এক ট্রফিতে চুমো আঁকার গল্প। 'প্রথম' ১৬টি গ্র্যান্ড স্লাম জয়ের কৃতিত্ব ফেদেরারের। র‌্যাংকিংয়ে টানা ২৩৭ সপ্তাহ 'নাম্বার ওয়ান' থাকা একমাত্র টেনিস তারকাও ছিলেন তিনি। তারপরও কি-না ফেদেরারের প্রাপ্তির খাতার একটা পাতায় ক'দিন আগেও শিরোপা জয়ের আঁচড় ছিল না এবং সেটা প্যারিস মাস্টার্স!
দীর্ঘ সে প্রতীক্ষার অবসান হলো ক'দিন আগে। উইলফ্রে সোঙ্গাকে হারিয়ে প্রথমবারের মতো প্যারিস মাস্টার্স জয়ের আনন্দে ডানা মেললেন অনেকের মতে সর্বকালের সেরা এ টেনিস তারকা। এ জয়ের ফলে আরও এক কিংবদন্তির পাশে বসলেন ফেদেরার। এতদিন রোলাঁ গাঁরোর লাল সুড়কির আঙিনায় ফ্রেঞ্চ ওপেন ও প্যারিস মাস্টার্স জয়ের একক কৃতিত্ব ছিল মুণ্ডিত মস্তকের আন্দ্রে আগাসির। 'ফেদ এক্সপ্রেস' এখন কিংবদন্তি আগাসির রেকর্ডের অংশীদার। এখানে আরও একটা তথ্য দিয়ে রাখা দরকার। ফেদেরারের টেনিস কোর্টের শত্রু, যিনি ক্লে কোর্টের সর্বজনবিদিত সম্রাট, সেই রাফায়েল নাদাল আজও পারেননি প্যারিস মাস্টার্স জিততে! অথচ নাদাল কি-না এ পর্যন্ত ৬টি ফ্রেঞ্চ ওপেন ট্রফিতে কামড় বসিয়েছেন!
আসলে অতীতের পাতায় চলে যাওয়া সর্বশেষ প্যারিস মাস্টার্স ফেদেরারের জন্য এসেছিল 'অনেক প্রাপ্তির' ডালি নিয়ে। টেনিসের ইতিহাসে সপ্তম খেলোয়াড় হিসেবে ৮০০ ম্যাচ জয়ের মাইলফলক ছোঁয়া, শিরোপা বন্ধ্যত্ব ঘোচানো, আগাসির পাশে বসা, সমালোচকদের ছোড়া তীরের পাল্টা জবাব দেওয়ার উপলক্ষ হিসেবে। সে ডালি থেকে ফেদেরার সবই তুলেছেন চিরচেনা সেই গতিময় সার্ভ, ব্যাকহ্যান্ড, ফোরহ্যান্ড, রিটার্ন শটে।
হুয়ান মোনাকোর বিপক্ষে ছিল কোয়ার্টার ফাইনাল। মোনাকোকে ৬-৩, ৭-৫ গেমে হারালেন ফেদেরার। জিমি কনরস (১২৪২), ইভান লেন্ডল (১০৭১), গুইলারমো ভিলাস (৯২৩), জন ম্যাকেনরো (৮৭৫), আন্দ্রে আগাসি (৮৭০) ও স্টেফান এডবার্গের (৮০৬) পর সপ্তম জন হিসেবে ৮শ' ম্যাচ জয়ের মাইলফলকে পা রাখলেন মোনাকোর বিপক্ষে পাওয়া জয়ে।
এরপর সেমিফাইনাল। প্রতিপক্ষ টমাস বারডিচ। জয় পেতে কোনো বেগই পোহাতে হয়নি ফেদেরারকে। বারডিচ প্রথম সেটে যা একটু প্রতিরোধ গড়েছিলেন, দ্বিতীয় সেটে তা-ও পারেননি। ফেদেরার ৬-৪, ৬-৩ গেমে জয় তুলে নিয়ে ৮০১তম জয়ের সিঁড়িতে পা রাখলেন। এরপর ফাইনালের মঞ্চে সোঙ্গার মুখোমুখি। প্রথম সেটে ৬-১ গেমের আয়েশি জয়। দ্বিতীয় সেটে ঘাম ঝরাতে হলেও শেষ পর্যন্ত ৭-৬ (৭-৩) গেমে জয়ী ফেদেরারই। তাতেই ৮০২টি ম্যাচ ও ৬৯টি শিরোপা জয় হয়ে গেল সাবেক বিশ্বসেরার। আগাসিকে টপকে যাওয়াও যে হয়ে গেল ওই জয়ে! ১৭টি মাস্টার্স শিরোপা নিয়ে আগাসি-ফেদেরার এতদিন পাশাপাশি ছিলেন। আগাসিকে তৃতীয় স্থানে ঠেলে দিয়ে ফেদেরার এখন দ্বিতীয়। তার সামনে কেবল গত কয়েকটি বছর তার ঘুম হারাম করে দেওয়া নাদাল! এ স্প্যানিশ তারকার শোকেসে মাস্টার্সের শিরোপা সংখ্যা ১৯টি। মানে মাস্টার জয়ের হিসাবে ফেদেরারের চেয়ে এক সিঁড়ি এগিয়ে আছেন নাদাল। তারপরও চলতি বছরটা ফেদেরারময় হয়নি। 'ফেদ এক্সপ্রেস' ছোটেনি নিজের গতিতে। ২০১১ সালে এ পর্যন্ত গ্র্যান্ড স্লাম, মাস্টার্স মিলিয়ে ১৫টি আসরে অংশ নিয়েছেন ৬টি উইম্বলডনজয়ী ফেদেরার। এর মধ্যে মাত্র ২টি শিরোপা জিতেছেন। প্রথমটি বছরের শুরুতে কাতার ওপেন। এরপর চলতি নভেম্বরে এসে প্যারিস মাস্টার্স। মানে একটা সমীকরণ ঠিকই মিলিয়ে নিয়েছেন বর্তমানে চতুর্থ বিশ্বসেরা এ টেনিস তারকা। ৮০২+৬৯ = ফেদেরার।

সর্বোচ্চ ম্যাচজয়ী ৭ খেলোয়াড় জয়
জিমি কনরস ১২৪২টি
ইভান লেন্ডল ১০৭১টি
গুইলারমো ভিলাস ৯২৩টি
জন ম্যাকেনরো ৮৭৫টি
আন্দ্রে আগাসি ৮৭০টি
স্টেফান এডবার্গ ৮০৬
টি রজার ফেদেরার ৮০২টি

No comments

Powered by Blogger.