মহিলা ক্রিকেট বিশ্বকাপ বাছাই পর্ব-ব্যাটে-বলে দুর্দান্ত নারীরা

যে রাঁধে, সে চুলও বাঁধে। এ যুগের নারী কেবল চুলই বাঁধেন না, ক্রিকেটও খেলেন। শখের খেলা নয়, বিশ্ব ক্রিকেটেও নাম লিখিয়েছেন তারা। আর এরই অংশ হিসেবে ২০১৩ সালের আন্তর্জাতিক টুর্নামেন্টের বাছাই পর্বের খেলা শুরু হয়েছে খোদ বাংলাদেশের মাটিতে। ১৪ নভেম্বর থেকে শুরু হয়েছে ঢাকায় আরেকটি ক্রিকেট উৎসব। এতে অংশগ্রহণ করেছে বিশ্বের ১০টি মহিলা ক্রিকেট দল। দলগুলো হচ্ছে_ জাপান, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা,


হল্যান্ড, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও স্বাগতিক বাংলাদেশ। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে খেলার জন্য প্রয়োজন সেরা ছয়ের মধ্যে থাকা। এ জন্য দুটি দলকে হারানোর টার্গেট নিয়ে খেলতে নামে বাংলাদেশ ক্রিকেট দল। এরই অংশ হিসেবে জাপানের বিরুদ্ধে জয় পেল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল মাত্র ৫ ওভারে।
১৮ নভেম্বর আয়ারল্যান্ডকে ৯৫ রানে হারিয়ে বাংলাদেশ দল ওয়ানডে ক্রিকেট খেলার মর্যাদা পেল। অভিনন্দন বাংলাদেশ মহিলা ক্রিকেট দলকে। দলের অধিনায়ক সালমা বলেন, আমরা শুরু থেকেই ভালো খেলার চেষ্টা করেছি এবং আমাদের পরিশ্রম সার্থক হয়েছে।
১০ দলের মহিলা ক্রিকেটাররা সেরা ছয়ে থাকার চেষ্টায় মহাযজ্ঞে মেতে উঠেছেন। পাশাপাশি মাঠের বাইরে চলছে লড়াই আরও ক'জন নারীর। তারা কোচ, ম্যানেজার এবং ফিজিও। এর মধ্যে শ্রীলংকা দলের ম্যানেজার ভানেসা ডি সিলভার কথা বলতেই হয়। তিনি মা হতে যাচ্ছেন। এ অবস্থায়ও তার এতটুকু ক্লান্তি নেই। সালমা, সানা, মিডনন, এমারা_ তাদের কেউ পেশায় শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী ও শিক্ষার্থী। তারা চাকরি করেন, সংসার সামলান, আবার ক্রিকেটও খেলেন। তাদের কথা_ 'আমরা সবই পারি।'
হ শাওন ইকবাল

No comments

Powered by Blogger.