৫ মাস পর জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে নাট্য প্রদর্শনী

দীর্ঘ পাঁচ মাস পর সূত্রাপুরের লোহারপুল জহির রায়হান মিলনায়তনে আবার নাটক মঞ্চায়িত হচ্ছে। নিয়মিত নাটক মঞ্চায়নের জন্য এ হলটি নির্মিত হলেও দর্শক স্বল্পতা ও আর্থিক ক্ষতির কারণে নাট্যদলগুলো সাধারণত এখানে নাটক মঞ্চায়ন করে না। নাটকের দল প্রাঙ্গণেমোর তাদের 'লোকনায়ক' নাটকটি মঞ্চায়ন করছে আগামী ২৫ নভেম্বর সন্ধ্যা ৭টায়। প্রাঙ্গণেমোরের তৃতীয় প্রযোজনা ব্রিটিশবিরোধী আন্দোলনের আলোয় চারণসম্রাট মুকুন্দ দাসের জীবননাট্য
'লোকনায়ক' নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। আগামী ২৩ নভেম্বর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে নাটকটির আরেকটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। 'লোকনায়ক' নাটকটিতে অভিনয় করেছেন অনন্ত হিরা, নূনা আফরোজ, শিশির রহমান, আউয়াল রেজা, রামিজ রাজু, সরোয়ার আলাম সৈকত, জাহিদুল ইসলাম, ইউসুফ পলাশ, তাওহীদ, জসিম, লিটন, সাগর, রিগ্যান, মনির, শুভেচ্ছা, কিশোর, সীমান্ত, সুমী, মুশফিক, রাজীব, বিপল্গব, রাসেল ও শুভ।
অন্যদিকে প্রাঙ্গণেমোরের নতুন নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে 'শেষের কবিতা' নাটকটি মঞ্চায়িত হবে ২১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। নাটকটি নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ।

No comments

Powered by Blogger.