আকর্ষণীয় চোখ ঢাকতে হবে সৌদি নারীদের

সৌদি আরবের কোনো নারীর চোখ আকর্ষণীয় হলে এখন থেকে তাঁকে তা ঢেকে রাখতে হবে। সৌদি সরকারের শরীয়া আইন কার্যকরের দায়িত্বপ্রাপ্ত কমিটি ফর দ্য প্রমোশন অব ভার্চু অ্যান্ড দ্য প্রিভেনশন অব ভাইস (সিপিভিপিভি) এ উদ্যোগ নিচ্ছে। সংবাদভিত্তিক ওয়েবসাইট বিকিয়া মাসরে প্রকাশিত একটি প্রতিবেদনের বরাত দিয়ে ফক্স নিউজ গতকাল শুক্রবার এ খবর জানায়।
প্রকাশ্য স্থানে সৌদি নারীদের মাথার চুল ঢেকে রাখতে হয়। ইসলামি এই রাষ্ট্রের কোনো কোনো অঞ্চলে বাড়ির বাইরে বেরোলে নারীদের মুখ পর্দা দিয়ে ঢেকে রাখারও বিধান রয়েছে। এবার নারীদের চোখ ঢেকে রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে, যেসব নারীর রয়েছে একজোড়া সুন্দর আকর্ষণীয় চোখ।
সিপিভিপিভির মুখপাত্র শেখ মোলাব আল নাবেত বলেন, মোহনীয় চোখের নারীরা যাতে জনসাধারণকে প্রলুব্ধ করতে না পারেন, এ জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১৯৪০ সালে সিপিভিপিভি প্রতিষ্ঠা করা হয়। এর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

No comments

Powered by Blogger.