ইতালির প্রধানমন্ত্রী মন্তির সিনেটে আস্থা ভোটে জয়লাভ

ইতালির নতুন প্রধানমন্ত্রী মারিও মন্তি সিনেটে আস্থা ভোটে জয়লাভ করেছেন। এর পরই তিনি ইতালিকে নতুন জীবন দিতে অর্থনৈতিক সংস্কারের উদ্যোগ নিয়েছেন।
গত বৃহস্পতিবার সিনেটের উচ্চকক্ষে মন্তির নতুন সরকার আস্থা ভোটে জয়লাভ করে। ওই ভোটাভুটিতে তাঁর সরকার উচ্চকক্ষের ৩০৭টির মধ্যে ২৮১টি ভোট পায়। নিম্নকক্ষেও তিনি সহজ বিজয় লাভ করবেন বলে ধারণা করা হচ্ছে। গতকাল নিম্নকক্ষে এই ভোটাভুটি অনুষ্ঠিত হওয়ার কথা।
উচ্চকক্ষে ভোটের আগে প্রধানমন্ত্রী মন্তি ইতালিকে পতনের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে তাঁর অর্থনৈতিক সংস্কার পরিকল্পনা তুলে ধরেন।

No comments

Powered by Blogger.