আজ বাংলাদেশের মান বাঁচানোর ম্যাচ

ট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামটি বাংলাদেশ দলের জন্য পয়মন্তই বলা যায়। টাইগারদের এ পর্যন্ত ১৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলায় ৬ ম্যাচে জয়ের বিপরীতে পাঁচটিতে হারতে হয়েছে। আর দুই ম্যাচ পরিত্যক্ত হয়েছে। সর্বশেষ তিনটি ম্যাচের তিনটিতেই জিতেছে স্বাগতিকরা। ভাগ্য সহায়ক এমন স্টেডিয়ামে আজ আবার খেলতে নামছে টাইগাররা। এবার প্রতিপক্ষ শক্তিশালী ওয়েস্টইন্ডিজ। সিরিজে হোয়াইওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়েই দিন-রাত্রির এ ম্যাচে মাঠে নামবে মুশফিক রহীমের দল। নিজেদের মান বাঁচানোর ম্যাচই বলা যায়।


পয়মন্ত এ স্টেডিয়ামে সফরকারীদের বিপক্ষে জয়ের বিকল্প কিছুই ভাবতে পারছে না স্টুয়ার্ট ল’র শিষ্যরা। তবে তাদের সামনে এখন বাঁধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে গতকাল ঠিকমতো অনুশীলনও করতে পারেনি সাকি-মুশফিক-তামিমরা। ওয়ার্মআপ ও ফুটবল খেলেই বৃষ্টি বাগড়ায় অনুশীলন শেষ করতে হয়েছে। তবে সকালের সেশনে মাঠে নেমে প্রস্তুতি পর্বটা ঠিকমতোই ঝালিয়ে নিয়েছে ড্যারেন সামিবাহিনী। ওয়ানডে সিরিজে দলে না থাকলেও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে গতকাল রাতে দলের সঙ্গে যোগ দিয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দরপলসহ ৬ জন ক্রিকেটার। এরা হলেন—ক্রেইগ ব্র্যাথওয়েইট, ফিদেল এডওয়াডর্স, কার্লটন বাফ (উইকেটরক্ষক), কার্ক এডওয়ার্ডস ও শেন শিলিংফোর্ড। আর ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরে যাবেন ডেনজা হায়াট, লেন্ডল সিমন্স, আন্দ্রে রাসেল, কিরন পোলার্ড, কার্লোস ব্র্যাথওয়েইট ও অ্যান্থনি মার্টিন। সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর মিশনে মাঠে নামার আগে স্বাগতিকদের ভাবতে হচ্ছে বৃষ্টি নিয়ে। কারণ আবহাওয়া অফিস বলছে টানা বৃষ্টি হবে। তবে আবহাওয়া অফিসের পূর্বাভাস যাই হোক না কেন, আজকের ম্যাচ নিয়ে ছক কষতে শুরু করেছে স্বাগতিকরা। গতকাল অনুশীলনপর্ব শুরু করার আগে দলের নবীন সদস্য নাসির হোসেন জানালেন, ‘আমাদের প্রথম লক্ষ্য থাকবে ম্যাচে জয় তুলে নেয়া। জয়ের চেয়ে আনন্দের কিছু হতে পারে না। ভালো খেলা উপহার দেয়ার চেষ্টা করবো। ম্যাচে ভালো কিছু করে অবদান রাখতে চাই।’ বৃষ্টির কারণে দলের অন্য সবার চেয়ে একটু বেশিই কষ্ট পাবেন নাসির হোসেন। কারণটা খোলাসা করলেন তিনি। বলেন, ‘খেলা না হলে কষ্ট পাব। আমার জন্য খেলাটা খুবই গুরুত্বপূর্ণ। চট্টগ্রামে এখনও কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলিনি। তবে জাতীয় লিগের অনেক ম্যাচ খেলেছি।’ সদ্য সাবেক হওয়া অধিনায়ক সাকিব আল হাসান এ ম্যাচ নিয়ে জানালেন, ‘আমার ভেতরে এখন অতিরিক্ত কোনো চাপ নেই। আগের চেয়ে অনেক ভালো থাকি। বিশ্বকাপের সময় অধিনায়ক ছিলাম তাই একটু চাপ ছিল। আমি জানি ভালো খেলতে হবে এবং ম্যাচ জিততে হবে।’
বৃষ্টির কারণে ম্যাচ নিয়ে যখন শঙ্কা দেখা দিয়েছে সবার মনে, তখন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন সামি উইকেটের প্রশংসা করলেন। যদিও এ মাঠে এর আগে কখনোই খেলেনি ওয়েস্ট ইন্ডিজ। আজকের ম্যাচ দিয়েই সাগরিকায় অভিষেক হবে উইন্ডিজ দলের। অনুশীলনের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বলেন, ‘উইকেট দেখে খুবই ভালো মনে হচ্ছে। আগে যে ধরনের উইকেটে খেলেছি এটাও তেমনই হওয়ার কথা। নিশ্চয়ই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলা হবে।’

No comments

Powered by Blogger.