হিটলার আত্মহত্যা করেননি!

দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল হোতা জার্মানির একনায়ক অ্যাডলফ হিটলারের মৃত্যুর কারণ এখনও রহস্যঘেরা। সঠিক কোনো কারণ জানা না গেলেও সবচেয়ে প্রচলিত মতটি হচ্ছে_ পরাজয় নিশ্চিত দেখে নিজের বাঙ্কারে আত্মহত্যা করেছিলেন হিটলার। তবে সম্প্রতি প্রকাশিত এক বইয়ে দাবি করা হয়েছে, হিটলার আত্মহত্যা করেননি বরং জীবনের শেষ দিনগুলো আর্জেন্টিনায় পার করেছেন। খবর জিনিউজ অনলাইনের।ব্রিটিশ সাংবাদিক জেরার্ড উইলিয়ামস ও সিমন ডানস্ট্যানের লেখা 'গ্রে উলফ : দ্য এসকেপ অব অ্যাডলফ হিটলার' নামক একটি বইয়ে দাবি করা হয়েছে, হিটলার ১৯৪৫ সালে জার্মানিতে আত্মহত্যা করেননি বরং আর্জেন্টিনায় চলে গিয়েছিলেন।


এ বিষয়ে তাদের কাছে পর্যাপ্ত প্রমাণ রয়েছে বলে লেখকরা দাবি করছেন।বইটিতে বলা হয়, জার্মান ফুয়েরার হিটলার ও তার বান্ধবী ইভা ব্রাউন ১৯৪৫ সালের এপ্রিলে গোপনে জার্মানি ত্যাগ করেন। তারা দু'জনই একনায়ক শাসিত আর্জেন্টিনায় আশ্রয় নেন। সেখানে হিটলার ১৭ বছর ছিলেন। দু'কন্যা সন্তানকেও লালন-পালন করেছেন। লেখকদের দাবি, হিটলার মারা যান ১৯৬২ সালে। লেখকদের মতে, বাঙ্কারে হিটলার আত্মহত্যা করেছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি, তা মিত্রপক্ষের নেতা স্টালিন, আইজেনহাওয়ার এবং এফবিআই প্রধান হুভার জানতেন। তাদের অভিযোগ, নাৎসিদের যুদ্ধ কৌশল ও উপকরণের বিনিময়ে মার্কিন গোয়েন্দা সংস্থা এ ঘটনায় সহায়তা করে।

No comments

Powered by Blogger.