জাহের মুরাদ by তৌফিক অপু

বিশ্বের তাবৎ ফ্যাশন ডিজাইনারদের মধ্যে যে কজন তাদের ডিফারেন্ট কাজ দিয়ে পুরো বিশ্বে সমাদৃত জাহের মুরাদ তাদের মধ্যে অন্যতম। ফ্যাশন জগতে নতুন নতুন মাত্রা যোগ করে ফ্যাশনের স্তরকে আরও উঁচুতে নেয়ার ৰেত্রে মুরাদের সমকৰ এখন খুব কম ডিজাইনারই আছে।
অল্প বয়স হতেই তরম্নণ এ ডিজাইনার জানান দেন তিনি আসছেন ফ্যাশন জগতকে নিয়ন্ত্রণ করতে। ১৯৭১ সালে লেবাননের বৈরম্নত শহরে জন্মগ্রহণ করেন মুরাদ। আঁকাআঁকির ঝোঁক থেকেই স্কুলের পাঠ শেষে সিদ্ধানত্ম নেন ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ার। সে অনুযায়ী আর্ট এ্যান্ড ডিজাইনিং-এ ডিপ্লোমা করেন। পড়াশোনার ফাঁকে ফাঁকে বিভিন্ন ধরনের ডিজাইনে সিদ্ধহস্ত হতে থাকেন। এ সময় তিনি ড্রেস ডিজাইন, সেট এ্যান্ড ইন্টেরিয়র ডিজাইনে দৰতা অর্জন করেন। পরবর্তীতে অবশ্য ড্রেস ডিজাইনিং-এ মনোনিবেশ করেন তিনি। খুব দ্রুতই তার ডিজাইনগুলো জনপ্রিয় হতে থাকে। তার সবচেয়ে আকর্ষণীয় ডিজাইনের দিকটি হচ্ছে বিয়ের ড্রেস ডিজাইনিং। এ ৰেত্রে তিনি বিয়ের স্টেজ এবং সেটের সঙ্গে সমন্বয় করে ড্রেস ডিজাইন করে থাকেন। যার ফলে উইডিং ড্রেস ডিজাইনিং-এ তিনি নারীর হেয়ার স্টাইলের সঙ্গে সামঞ্জস্যতা রেখে ড্রেস ডিজাইনে মনোযোগী হন। এতে করে বিয়ের আসরে কনে আরও আকর্ষণীয় হয়ে ওঠে। হেয়ার স্টাইলের সঙ্গে ম্যাচ করে ড্রেস মেকিং এর আগে কোন ডিজাইনার করেনি। জাহের মুরাদ ১৯৯৫ সালে তার প্রথম শপ চালু করেন বৈরম্নতে। ক্রেতাদের আগ্রহের কারণে তিনি তার ড্রেসগুলো নিয়ে ফ্যাশন শো'র আয়োজন করেন। শো'র উলেস্নখযোগ্য ড্রেসগুলো হচ্ছে ব্রাইডাল হেয়ার স্টাইলিং ড্রেস, ফরমাল ওয়ার, পার্টি ড্রেস, জেনারেল ড্রেস, উইডিং ডেকোরেশন, উইডিং ড্রেস। ড্রেসগুলো ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এরপর ধারাবাহিকভাবে স্প্রিং, ফল, উইন্টার ফ্যাশন শো আয়োজন করতে থাকে। প্রতিটি শোতে ব্যাপক সাড়া পাওয়া যেত। বিখ্যাত পপ গায়িকা হাইফা ২০০৭ সালে প্রকাশিত লাস্ট এ্যালবাম 'হাবিবি আনা'র কভার পেজে জাহের মুরাদের স্প্রিং কালেকশন ২০০৭-এর পোশাকগুলো পরে পোজ দেন। তার এ্যালবাম বিক্রির অন্যতম একটি দিক হিসেবে মুরাদের ডিজাইন করা আকর্ষণীয় ড্রেসের প্রাধান্য দিয়েছেন। এছাড়াও অনেক সেলিব্রেটি তার পোশাক পরে মডেল হয়েছেন বহুবার। এদের মধ্যে ক্যারি আন্ডারউড, ইভানা ট্রাম্প, বেয়ন্স নলেজ, কেলি পিকলার, শাকিরা, ক্রিশ্চিয়ানা এ্যাপেলগ্যাট, ভেনেসা উইলিয়ামস অন্যতম। সম্প্রতি মাইলে সাইরাস তার একাডেমী এ্যাওয়ার্ড গ্রহণের জন্য মুরাদের ডিজাইন করা ড্রেস পরে যান, সবচেয়ে চমকপ্রদ তথ্য হচ্ছে ২০০৯ এবং ২০১০ সালের মিস ফ্রেঞ্চ যারা নির্বাচিত হয়েছেন তাদের ৫টি ৫টি দশটি ড্রেসের ডিজাইনার জাহের মুরাদ। ২০০৬ সালে মুরাদ তার দ্বিতীয় শোরম্নম স্টাবলিস করেন প্যারিসের ফানকোয়িস লার-এ। ফ্রান্সের ফ্যাশন বাজারের বড় একটি অংশ নিয়ন্ত্রণ করেন জাহের মুরাদ। ড্রেস ডিজাইনিং-এ সাফল্যের পর তার ভবিষ্যত পরিকল্পনা হচ্ছে বিউটি প্রোডাক্ট, পারফিউম, সু্যইমওয়্যার ডিজাইন এবং ম্যানুফেকচার করা। ফ্রান্সের শ্রেষ্ঠ ডিজাইনার হিসেবে পুরস্কার পেয়েছেন তিনি। এছাড়া লেবাননেও তার জনপ্রিয়তা তুঙ্গে, তরম্নণ এ ডিজাইনার তার দৰতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে ভাগ্যের মুকুটে যোগ করছেন একের পর এক সাফল্যের পালক।

No comments

Powered by Blogger.