ধনেশ পাখি

ধনেশ পাখি এখন বিলুপ্তির পথে। ব্যস্ত শহরে দেখা যায় না। গ্রামগঞ্জে কোথাও কোথাও এর দেখা মেলে। তবে ধনেশ পাখি কয়েক ধরনের।
ছবির এই ধনেশ পাখিটি কাউ ধনেশ নামে পরিচিত। ইংরেজিতে এর নাম ওরিয়েন্টাল পিড হর্নবিল। এই কাউ ধনেশ লম্বায় প্রায় ৮৯ সেন্টিমিটার। খাদ্যের জন্য প্রতিদিন সকালবেলা বেরিয়ে পড়ে নীড় থেকে। ছবিটি রাঙ্গামাটির কুতুবছড়ি নির্বাচনপুর বনভাবনা থেকে তোলা।

No comments

Powered by Blogger.