নিপাহ ভাইরাসে রামেক হাসপাতালে আরো দুই রোগীর মৃত্যু

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে বৃহস্পতিবার নিপাহ ভাইরাসে আক্রান্ত আরো দুই রোগীর মৃত্যু হয়েছে।
তারা হলেন চাঁপাইনবাবগঞ্জের জগন্নাথপুর এলাকার জেমস (১৪) ও নাটোরের বড়াইগ্রাম এলাকার ইসরাফিল (৩৫)। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এ নিয়ে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিপাহ ভাইরাসে আক্রান্ত মৃতের সংখ্যা দাঁড়াল ছয়জন। বর্তমানে আরো চারজন চিকিৎসাধীন।

রামেক হাসপাতাল সূত্র জানায়, জেমস বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এবং ইসরাফিল রাত পৌনে ৯টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। প্রথমে তাদের দুইজনকেই ভর্তি করা হয়েছিল ১৭ নম্বর ওয়ার্ডে। সেখানেই ইসরাফিল মারা যান। পরে নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য আলাদা খোলা ওয়ার্ডে নিয়ে যাওয়ার পথে জেমস মারা যান।

সূত্র মতে, এর আগে নিপাহ ভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় নওগাঁ জেলার বদলগাছি উপজেলার কৃষ্ণপুর গ্রামের মনোরঞ্জন দাসের আট বছরের ছেলে সাগর, রাজশাহীর গোদাগাড়ী সদর উপজেলার তিন বছরের মেয়ে রাখি, নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পিপরুল গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী আম্বিয়া খাতুন ও পাবনার চাটমোহর উপজেলার কাটাখালি গ্রামের জিন্না আলী মারা যান।

No comments

Powered by Blogger.