লিবিয়ার সাবেক গোয়েন্দা প্রধানকে হস্তান্তরের নির্দেশ

হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির বিচারকেরা লিবিয়ার মতাচ্যুত স্বৈরশাসক কর্নেল গাদ্দাফির  গোয়েন্দা প্রধান আবদুল্লাহ আস-সেনুসিকে হস্তান্তর করার জন্য লিবিয়া কর্তৃপকে নির্দেশ দিয়েছে।
আইসিসির প থেকে লিখিত আদেশের মধ্য দিয়ে হেগভিত্তিক আইসিসির সাথে লিবিয়া কর্তৃপরে আইনগত টানাপড়েন আরো বেড়ে গেল। লিবিয়া সরকার এর আগে বারবার দেশের আদালতেই সেনুসির বিচার করবে বলে ঘোষণা করেছে।

২০১১ সালে গাদ্দাফিবিরোধী গণজাগরণের সময় হত্যা ও নির্যাতনসহ মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে সেনুসিকে অভিযুক্ত করেছে আইসিসি। বিচারকদের বিবৃতিতে বলা হয়েছে, সেনুসিকে হস্তান্তরের যে নির্দেশ দেয়া হয়েছে তা মানতে লিবিয়া বাধ্য।

অবশ্য উত্তর আফ্রিকার এ দেশটি যদি এরপরও সেনুসিকে আইসিসির হাতে তুলে না দিয়ে আটক রাখে তাহলে ঠিক কী ব্যবস্থা নেয়া হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

No comments

Powered by Blogger.