রাঙ্গামাটিতে সন্ত্রাসীর ব্রাশফায়ারে পাহাড়ী যুবক নিহত

 চাঁদাবাজি ও এলাকায় আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বারিবৃন্দুঘাট এলাকায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে জেএসএস (সংস্কার) গ্রুপের এক কর্মী অকুস্থলে নিহত হয়েছে।
তার নাম দিপন চাকমা (৩০)। শুক্রবার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওইদিন সকালে দিপন চাকমা তুলাবান এলাকার বারিবৃন্দুঘাটে একটি চা দোকানে বসে গল্প করছিল। এ সময়ে পার্বত্য শান্তি চুক্তি পক্ষের ৪/৫ জনের একটি সশস্ত্র গ্রুপ এসে ব্রাশফায়ার করে তাকে হত্যা করে চলে যায়। খবর পেয়ে বাঘাইছড়ি থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি হাসপাতালে প্রেরণ করে। গত ২৪ ঘণ্টার ব্যবধানের রাঙ্গামাটি পার্বত্য জেলায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ২ উপজাতি যুবক হতাহত হলো। বৃহস্পতিবার সকাল নয়টায় নানিয়ারচরের ঘিলাছড়ির রামহরি পাড়ায় এলাকায় অনুরূপ একদল অস্ত্রধারী এসে এলোপাতাড়ি গুলি করে ভুজনজয় চাকমা নামে চুক্তি বিরোধী এক ইউপিডিএফ কর্মীকে আহত করে। সে ওই সময় পাড়ার একটি দোকানে বসে সাংগঠনিক কাজ করছিলেন। সন্ত্রাসীরা অতর্কিতে ব্রাশফায়ার করে চলে যায়। আহত ভুবনজয় চাকমাকে গুরুতর অবস্থায় সেনাবাহিনী ও স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে প্রথমে রাঙ্গামাটি সদর হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিক্যালে নেয়া হয়েছে। এ ঘটনার জন্য ইউপিডিএফ পার্বত্য চুক্তি পক্ষের জেএসএসকে দায়ী করেছে। তবে জেএসএস এ দাবি অস্বীকার করে। উভয় ঘটনার সঙ্গে তারা জড়িত নয় বলে জানায়।

No comments

Powered by Blogger.