চুল প্রতিস্থাপনে রোবট!

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে একটি রোবট মানুষের টাক মাথায় চুল প্রতিস্থাপনের কাজ শুরু করেছে। রোবটের সাহায্যে চুল প্রতিস্থাপনকারী ইউরোপের প্রথম ব্যক্তি হলেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান জিয়ারিং মেডিকেলের স্থানীয় কর্মী প্যাট্রিক শ।
যন্ত্রের সাহায্যে চুল প্রতিস্থাপনের ধারণাটির প্রবক্তা মার্কিন শল্যচিকিৎসক (সার্জন) ক্রেইগ জিয়ারিং বলেন, সার্জনের শৈল্পিক চিন্তার সঙ্গে যন্ত্রের দক্ষতা ও দৃঢ়তার সমন্বয়ে রোবটটি তৈরি করা হয়েছে। এটি সফলভাবে এবং মানব সার্জনের তুলনায় ৫০ শতাংশ বেশি হারে চুল প্রতিস্থাপনে সমর্থ হয়েছে। রোগীর চাহিদা অনুযায়ী রোবটটি মানুষের তুলনায় বেশি দক্ষতার পরিচয় দিয়েছে। টেলিগ্রাফ।


No comments

Powered by Blogger.