ব্রাহ্মণবাড়িয়ায় থানা ঘেরাও, সড়ক ও রেলপথ অবরোধ- সন্ত্রাসী হামলায় ২ ছাত্র আহত

ব্রাহ্মণবাড়িয়া সরকারী অনার্স কলেজ ক্যাম্পাসের তাজুল ইসলাম ছাত্রাবাসে ছিনতাইকারী ও সন্ত্রাসীদের হামলায় বৃহস্পতিবার ২ ছাত্র গুরুতর আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় বাণিজ্য বিভাগের ছাত্র আবু জাহান চৌধুরী হিমেলকে (২২) ঢাকায় প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় সাধারণ শিাথর্ীদের মাঝে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভে ফেটে পড়ে শত শত ছাত্র। প্রতিবাদী ছাত্ররা ব্রাহ্মণবাড়িয়া সদর থানা ঘেরাও করে। শহরের প্রধান সড়ক ও রেলপথ অবরোধ করে। ক্ষুব্ধ ছাত্ররা কলেজ ক্যাম্পাসে হামলার প্রতিবাদ ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়ে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে। এ সময় মিছিলকারীরা জেলা প্রশাসক, পুলিশ সুপারকে দায়ী করে বিভিন্ন সেস্নাগান দিয়ে থানা ঘেরাও করে। অবরোধ করে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথ। এ ঘটনায় ১ ঘন্টা ঢাকা_ সিলেট, ঢাকা_চট্টগ্রাম রেলপথ বন্ধ থাকে। ব্রাহ্মণবাড়িয়া সরকারী অনার্স কলেজের অধ্য কাজী মোঃ মোস্তফা জালাল বলেন, ছাত্রাবাসের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতারের আশ্বাস দেয়ায় বিক্ষোভকারী ছাত্ররা থানা কম্পাউন্ড ত্যাগ করে। সাধারণ ছাত্ররা জানায়, বেলা প্রায় ১১টায় রক্সি, নুরেন ,রিফাত, জসিম, রকি , মুকুলের নেতৃত্বে ৮/১০ জনের একটি চিহ্নিত ছিনতাইকারী দল সরকারী কলেজ ক্যাম্পাস তাজুল ইসলাম ছাত্রাবাসে গিয়ে বাণিজ্য বিভাগের ৩য় বর্ষের ছাত্র ফরিদুল হক দিদার (২৩) ও একই বিভাগের ছাত্র হিমেলের মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। প্রথমে দিদার বাধা দেয়। তখন তাকে ছুরিকাঘাত করে। দিদার রক্তাক্ত অবস্থায় সরে যায়। এ সময় তারা হিমেলের পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে।

No comments

Powered by Blogger.