মুক্তিযুদ্ধের বিশেষ নাটক সৈমন্তিক

রোল এন অ্যাকশন প্রযোজিত দ্বিতীয় নাটক সৈমন্তিক। নাটকটি রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দীন এবং পরচারনা করেছেন সৈমো নজরম্নল। মুক্তিযুদ্ধের পটভ্থমিকায় রচিত ভিন্নধমর্ী গল্পের এ নাটকের কেন্দ্রীয় চরিত্রে রয়েছে বন্দনা চক্রবর্তী নামে এক হিন্দু সধবা, যে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদারদের ভয়ে তার সধবার চিহ্ন মুছে ফেলে একমাত্র মিশু সনত্মানকে নিয়ে আক্রান্ত শহর ছেড়ে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে।
পথে দেখা পায় মৃতু্যভয়ে শহর ছেড়ে পালানো একদল মানুষের। যেখানে নানা মত নানা পেশার মানুষ। তাদের সঙ্গেই ছেলেকে নিয়ে নিশব্দে এগোতে থাকে বন্দনা। এই দলে আছেন এলাহী নামে একজন মাঝবয়সী বোহেমিয়ান গোছের মানুষ। তিনি দীর্ঘ পথচলায় কানত্ম মানুষগুলোকে নানাভাবে জাগিয়ে রাখতে চেষ্টা করেন। কিন্তু তাকে ভুর বোঝে সবাই। এদিকে বন্দনার আত্মপরিচয় আড়াল করার বাড়িত চেষ্টায় কৌতুহল জাগে দুজনের মনে। একজন মুক্তিযুদ্ধে অংশ নিতে যাওয়া তরম্নণ জায়েদ, আরেকজন পাকিস্তানপন্থী সুবিধাবাদী যুবক কুদ্দুস আলী। কুদ্দুস আলী সারাপথ নজর রাখে বন্দনার ওপর। ভীত বন্দনা নিজেও বুঝতে পারে না শেষ পর্যনত্ম সনত্মানকে নিয়ে গনত্মব্যে পৌছুতে পারবে কিনা। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাজিন আহমেদ, ইরেশ যাকের, মাহমুদুল ইসলাম সেরিম, শেখ মেরাজ, সৈয়দ মারম্নফ, রাশেদা রাখি, তৌফিকুল ইসলাম ইমন, লিয়া, শিশু শিল্পী রাইদ, পলাশ, রোমেলা, শাওন, মোসত্মাফিজ, নোমান শরীফ, আদনান সোবহান প্রমুখ।

No comments

Powered by Blogger.