ওয়ানডেতে ২শ' রানের রেকর্ড শচীনের by জামান তৌহিদ

রুপার ব্যাট নয়, আগে জানলে হয়ত লিটল মাস্টার শচীন তেন্ডুলকরের জন্য স্বর্ণের ব্যাটই তৈরি করত গোয়ালিয়র ডিভিশন ক্রিকেট এ্যাসোসিয়েশন (জিডিসিএ)।
আনত্মর্জাতিক ক্রিকেটে ২০ বছর পূর্ণ করেছেন বলে শচীনকে সম্মাননা দেয়ার জন্য রৌপ্য নির্মিত একটি ব্যাট তৈরি করেছিল জিডিসিএ। কিন্তু বুধবার যে শচীন এক মহাকীর্তি গড়বেন সেটা কি জানতেন তারা! এক নতুন ইতিহাসের জন্ম দিল মাস্টার বস্নাস্টার শচীন তেন্ডুলকরের ব্যাট। বুধবার ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত ডবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ক্রিকেটের জীবনত্ম কিংবদনত্মি। এদিন সফরকারী দৰিণ আফ্রিকার বিরম্নদ্ধে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামে ভারত। গোয়ালিয়রের ক্যাপ্টেন রম্নপ সিং স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিং নেয় ভারত। দলের হয়ে বীরেন্দর শেবাগকে নিয়ে ওপেন করতে নামেন তেন্ডুলকর। মাত্র ৯ রান করেই সাজঘরে ফিরেছেন শেবাগ। কিন্তু ভারতীয় ইনিংসের শেষ বল পর্যনত্মই ক্রিজে ছিলেন লিটল মাস্টার। দৰিণ আফ্রিকান বোলারদের বেধড়ক পিটিয়ে ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড তো গড়লেনই, ছুঁয়ে দিলেন প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত ২০০ রানের মাইলফলক। ক্রিকেটবিশ্ব আরেকবার চমকিত হলো শচীন ক্যারিশমায়। সেঞ্চুরি অনেক আছে, তবে ওয়ানডে ক্রিকেটে ছিল না কোন ব্যক্তিগত ডবল সেঞ্চুরির রেকর্ড। ৪০ বছরের ওয়ানডে ক্রিকেটে পাকিসত্মানের সাঈদ আনোয়ার কিংবা জিম্বাবুইয়ের চার্লস কভেন্ট্রি ডবল সেঞ্চুরির সবচেয়ে কাছাকাছি গিয়েছিলেন। ১৯৯৭ সালের ২১ মে ভারতের বিপৰে ১৯৪ রান করেছিলেন পাকিসত্মানের সাবেক ওপেনার সাঈদ আনোয়ার। গত বছর ১৬ আগস্ট বাংলাদেশের বিরম্নদ্ধে সাঈদ আনোয়ারের রেকর্ড স্পর্শ করেন জিম্বাবুইয়ের ব্যাটসম্যান চার্লস কভেন্ট্রি। এতদিন ওয়ানডে ক্রিকেটে এ দু'টিই ছিল ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড। গতকাল তা ভেঙ্গেচুরে একাকার করলেন তেন্ডুলকর। রেকর্ড বুক থেকে এ দুই ব্যাটসম্যানের নাম মুছে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড তো গড়লেনই, ইনিংসের শুরম্ন থেকে শেষ পর্যনত্ম ব্যাট করে ১৪৭ বলে ২৫ বাউন্ডারি এবং ৩ ছক্কায় গড়লেন ওয়ানডে ক্রিকেটে ডবল সেঞ্চুরির মহাকীর্তি। টেস্টে ৪৭ এবং ওয়ানডেতে ৪৬ সেঞ্চুরির রেকর্ড গড়া তেন্ডুলকরের এতদিন সর্বোচ্চ ওয়ানডে স্কোর ছিল অপরাজিত ১৮৬। সেটা হায়দ্রাবাদের মাটিতে সফরকারী নিউজিল্যান্ডের বিরম্নদ্ধে ১৯৯৯ সালে। সেদিন হায়দ্রাবাদের মাটিতে যা করতে পারেননি গতকাল গোয়ালিয়রের মাটিতে সেই অসম্ভবকেই সম্ভব করলেন ক্রিকেটের বিস্ময় মাস্টার বস্নাস্টার শচীন তেন্ডুলকর।

No comments

Powered by Blogger.