আমেরিকায় কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ আইনের দাবিতে হাজার হাজার লোকের বিক্ষোভ

যুক্তরাষ্ট্রে কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ আইন চালুর দাবিতে হাজার হাজার মানুষ ওয়াশিংটনে বিক্ষোভে প্রদর্শন করেছে। বিক্ষোভকারীরা ক্যাপিটল থেকে ওয়াশিংটন মনুমেন্ট পর্যন্ত মিছিল করে।
বিক্ষোভকারীদের মধ্যে নিউটাউন ও কানেক্টিকাটের অধিবাসীরাও ছিল। সেখানে গত মাসে প্রাথমিক স্কুলে গুলীবর্ষণে বহু শিশুর মৃত্যুর ঘটনার পর যুক্তরাষ্ট্রে কঠোর অস্ত্র আইন ও নিরাপত্তার দাবি জোরদার হয়েছে।

অস্ত্র নিয়ন্ত্রণের দাবিতে পাঁচটি অঙ্গরাজ্যের মানুষ এসে জড়ো হয়েছিল ওয়াশিংটনে। নিরাপত্তার নামে যার-তার হাতে অস্ত্র তুলে না দেয়ার দাবি জানিয়েছেন তারা।

প্রেসিডেন্ট ওবামার প্রস্তাবিত অস্ত্র নিয়ন্ত্রণ আইনকে সমর্থন জানাতে সবার প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা।
       

No comments

Powered by Blogger.