বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত

রসায়ন ও কেমিক্যাল প্রযুক্তিবিদদের পেশাজীবী, লারন্ড ও অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ২০১৩-১৪ সময়ের জন্য কার্র্যনির্বাহী পরিষদের নির্বাচনের চূড়ান্ত পর্ব গত ২৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
কার্যনির্বাহী পরিষদের প্রেসিডেন্ট পদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও পরিবেশ রসায়নবিদ অধ্যাপক ড. জসীম উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান ও লিডিং ন্যানোটেকনোলজি গবেষক অধ্যাপক ড. আল-নকীব চৌধুরী নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কারখানার ব্যবস্থাপনা পরিচালক আবুল বাসার মিয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. তাজমেরী এস ইসলাম এবং কোষাধ্য পদে বাংলাদেশ সুগার মিলস করপোরেশনের সাবেক চিফ অব পারসোনাল মো: মাসুদুর রহমান নির্বাচিত হন। এ ছাড়াও কার্যনির্বাহী পরিষদের অন্যান্য পদে বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সংস্থার বরেণ্য অধ্যাপক, শিল্প বিশেষজ্ঞ ও বিজ্ঞ ব্যক্তিরা নির্বাচিত হন। বাইশ সদস্যবিশিষ্ট এই কার্যনির্বাহী পরিষদের নির্বাচন পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সিনিয়র অধ্যাপক ড. প্রদীপ কুমার বকসি।

No comments

Powered by Blogger.